কলেজ ছাত্রীকে দিল্লির ‘ধর্মগুরু’র মেসেজ
‘দুবাইয়ের এক শেখ পার্টনার চাইছেন, তোমার কি ভালো বান্ধবী আছে?’
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১০:৩৫ PM , আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১০:৪৪ PM
দিল্লির স্বঘোষিত ‘ধর্মগুরু’ চৈতন্যানন্দ সরস্বতীকে নিয়ে তদন্ত যত এগোচ্ছে, তাঁর ‘কুকীর্তি’র একাধিক তথ্য সামনে উঠে আসছে। বিশেষত, চৈতন্যানন্দের ফোন মেমোরি, চ্যাট হিস্ট্রি ঘেঁটে পাওয়া গিয়েছে বিভিন্ন তথ্য। এ ছাড়াও তাঁর ঘরে তল্লাশি করে সেক্ট টয়, পর্নোগ্রাফির সিডি এবং বেশ কিছু ফেক ছবি উদ্ধার করেছে পুলিশ। এমনকী, অভিযুক্ত ধর্মগুরু ‘সঙ্গম সঙ্গী’ খুঁজে দেওয়ার কাজেও যুক্ত ছিলেন বলে উঠে এসেছে পুলিশের তদন্তে।
দিল্লির একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের ছাত্রীরা চৈতন্যানন্দের বিরুদ্ধে অশ্লীল মেসেজ পাঠানো, যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন। চৈতন্যানন্দের হোয়াটসঅ্যাপ চ্যাট ঘেঁটে তদন্তকারীরা জানতে পেরেছেন, দুবাইয়ের এক শেখের সঙ্গিনী খুঁজে দেওয়ার জন্য এক ছাত্রীকে মেসেজ করেছিলেন তিনি। হোয়াটসঅ্যাপ চ্যাটে তিনি লেখেন, ‘দুবাইয়ের এক শেখ সেক্স পার্টনার চাইছেন। তোমার কি কোনও ভাল বন্ধু আছে?’
পুলিশ সূত্রে আরও খবর, ওই কলেজের একাধিক ছাত্রীকে মাঝেমধ্যেই হোয়াটসঅ্যাপ মেসেজ করে উত্যক্ত করতেন চৈতন্যানন্দ। কখনও পোশাক, কখনও দেহের গড়ন নিয়ে কথা বলতেন। অনেককেই কু-ইঙ্গিত দিতেন।
তবে ‘বাবা’র ভন্ডামির তালিকা আরও দীর্ঘ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা, ইউকে-র এক রাজনীতিকের সঙ্গে বেশ কিছু ‘ভুয়ো’ ছবি বানিয়েছিলেন তিনি। দিল্লির আশ্রমের ঘর থেকেই সেই সব ছবিগুলি উদ্ধার করেছে পুলিশ।
এর আগে এক সপ্তাহ ধরে জায়গায় জায়গায় তল্লাশি অভিযানের পরে অবশেষে রবিবার ভোরে উত্তরপ্রদেশের আগ্রা থেকে গ্রেপ্তার হন স্বঘোষিত ধর্মগুরু স্বামী চৈতন্যানন্দ সরস্বতী। তার বিরুদ্ধে ইনস্টিটিউট ১৭ জনেরও বেশি ছাত্রী যৌন হেনস্থার অভিযোগ করেছেন। এর পাশাপাশি, তহবিল তছরুপের অভিযোগও রয়েছে বাবাজির বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানায়, অত্যন্ত চাতুর্যের সঙ্গে গত সাতদিন ধরে পুলিশকে ধোকা দিয়ে বেড়াচ্ছিল যৌন হেনস্থায় অভিযুক্ত এই স্বঘোষিত ধর্মগুরু। এই কয়েকদিনে তিনি ১৫ বারেরও বেশি থাকার জায়গা পাল্টেছে। বেছে বেছে বিশিষ্ট ধর্মীয় স্থানগুলির কাছাকাছি এলাকার হোটেলগুলিতে সে আশ্রয় নিত। কারণ সে জানত যে এই এলাকার হোটেলগুলিতে পুলিশের নজরদারি কম থাকে।
খবর: ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় অনলাইনের