ট্রাম্প ও মোদি © সংগৃহীত
ভারত আগামী এক-দুই মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য চুক্তি করবে বলে দাবি করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রকে সমর্থন না করলে ভারতকে রপ্তানি পণ্যে ৫০ শতাংশ শুল্ক গুনতে হবে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) মার্কিন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে লুটনিক বলেন, ‘আমি মনে করি, এক বা দুই মাসের মধ্যে ভারত আলোচনার টেবিলে আসবে, তারা বলবে আমরা ক্ষমা চাই। এরপর তারা ট্রাম্পের সঙ্গে চুক্তি করার চেষ্টা করবে।‘
এ বক্তব্যের কয়েক ঘণ্টা আগে ট্রাম্প ট্রুথ সোশ্যালে মন্তব্য করেছিলেন, ‘দেখে মনে হচ্ছে আমরা গভীরতম অন্ধকার চীনের কাছে ভারত ও রাশিয়াকে হারিয়েছি।‘ তিনি এ সময় মোদি, পুতিন ও শি জিনপিংয়ের একটি পুরোনো ছবিও শেয়ার করেন।
লুটনিক বলেন, ভারতকে যুক্তরাষ্ট্রকে সমর্থন করা কিংবা রাশিয়া-চীনের সঙ্গে জোট বাঁধার মধ্যে থেকে যেকোন একটি পথ বেছে নিতে হবে। তিনি আরও বলেন, “অথবা ডলারকে সমর্থন করুন, যুক্তরাষ্ট্রকে সমর্থন করুন, আপনার সবচেয়ে বড় গ্রাহক—আমেরিকান ভোক্তাদের সমর্থন করুন। নয়তো আপনাকে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে। তারপর দেখা যাক এই লড়াই কতদিন চলে।' ভারত-যুক্তরাষ্ট্র আলোচনার প্রসঙ্গে তিনি জানান, ‘আমরা সবসময় আলোচনায় আগ্রহী। ভারত ও চীনের মতো দেশগুলো শেষ পর্যন্ত আমেরিকান বাজারের ওপরই নির্ভরশীল। আমরা বিশ্বে সবচেয়ে বড় ভোক্তা।‘
লুটনিক আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে ভারত মোট তেলের মাত্র ২ শতাংশ রাশিয়া থেকে কিনত, এখন কিনছে ৪০ শতাংশ। এভাবে ডিসকাউন্ট মূল্যে রাশিয়ার তেল কেনাকে তিনি ‘ভুল’ ও ‘হাস্যকর’ বলে উল্লেখ করেন। শেষ পর্যন্ত অভ্যন্তরীণ চাপই ভারতকে চুক্তির পথে ঠেলে দেবে বলে মনে করেন মার্কিন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, 'সবচেয়ে বড় গ্রাহকের সঙ্গে লড়াই করলে শুরুতে ভালো লাগে। কিন্তু শেষ পর্যন্ত ব্যবসায়ীরাই বলবে, এটা থামাও এবং আমেরিকার সঙ্গে চুক্তি করো।'
সংবাদসূত্র: ব্লুমবার্গকে