গাজায় নিহত আরও ৫১, সহায়তা নিতে গিয়ে প্রাণ গেল ২৪ জনের

গাজায় নিহত আরও ৫১, সহায়তা নিতে গিয়ে প্রাণ গেল ২৪ জনের
গাজায় নিহত আরও ৫১, সহায়তা নিতে গিয়ে প্রাণ গেল ২৪ জনের  © সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই দিন গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান ২৪ জন। এছাড়া অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও ৮ জনের। সোমবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে খাদ্যাভাবজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৯ জনে, যার মধ্যে ১১৫ জন শিশু।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বাহিনী ৬ আগস্ট থেকে গাজা শহরে সামরিক অভিযান শুরু করার পর জেতুন ও সাবরা মহল্লায় এক হাজারেরও বেশি ভবন ধ্বংস করেছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের দাবি, এসব ধ্বংসস্তূপের নিচে এখনো শত শত মানুষ চাপা পড়ে আছে।

তারা জানায়, টানা গোলাবর্ষণ এবং অবরুদ্ধ সড়কের কারণে অধিকাংশ এলাকায় উদ্ধারকাজ স্থবির হয়ে পড়েছে। নিখোঁজ মানুষের খবর আসলেও জরুরি কর্মীরা সাড়া দিতে পারছেন না। অন্যদিকে হাসপাতালগুলোতে ভয়াবহ চাপ তৈরি হয়েছে, আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা।

সিভিল ডিফেন্স সতর্ক করে জানিয়েছে, গাজার কোথাও নিরাপদ আশ্রয় নেই। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বোমাবর্ষণে ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র এমনকি ত্রাণ শিবিরও ধ্বংস হচ্ছে। তাদের আশঙ্কা, ইসরায়েল পুরো গাজা শহর ধ্বংস করতে চাইছে—যেমনটি তারা রাফাহ শহরে করেছিল। অধিকারকর্মীদের মতে, এর লক্ষ্য হতে পারে গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উৎখাত।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence