জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসতে সম্মত পুতিন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

পুতিন -জেলেনস্কি
পুতিন -জেলেনস্কি  © সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি রাশিয়া-ইউক্রেন আলোচনার জন্য প্রস্তুত। রুবিও নিশ্চিত করেছেন যে, পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন,তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনা করতে ইচ্ছুক। রুবিও জোর দিয়ে বলেন, তিন বছরের যুদ্ধের পর পুতিন জেলেনস্কির সাথে দেখা করতে সম্মত হয়েছে, এটি একটি বড় অর্জন। (খবর এনডিটিভি)

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, পুতিন যে জেলেনস্কির সাথে দেখা করতে চেয়েছেন, এটা অনেক বড় ব্যাপার। তিনি আরও বলেন, আমি বলছি না যে তারা সেই ঘর থেকে সেরা বন্ধুদের মতো বেরিয়ে যাবে,শান্তি চুক্তির মাধ্যমে সেই ঘর থেকে বেরিয়ে যাবে। তিন বছর ধরে যে তাদের মাঝে কোন আলোচনাও হচ্ছেছিল না। এই যুদ্ধ ছিল মৃত্যু ও ধ্বংসের এক অচল যুদ্ধ।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, তারা পুতিন এবং জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের জন্য কাজ করছেন, এবং সব ঠিকঠাক থাকলে ট্রাম্পের সাথে একটি ত্রিপক্ষীয় বৈঠকও হতে পারে। তিনি বলেন, আমরা একটি আশা করছি একটি শান্তিচুক্তি করতে পারব। আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।

বিবিসির খবরে ট্রাম্প,পুতিন,এবং জেলেনস্কির মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকটি সুইজারল্যান্ডে হতে পারে বলে জানা গেছে। 


সর্বশেষ সংবাদ