সম্পর্ক টানাপোড়নের মধ্যেও ভারত ভ্রমণে শীর্ষ দুইয়ে বাংলাদেশিরা

সম্পর্ক টানাপোড়নের মধ্যেও ভারত ভ্রমণে শীর্ষ দুইয়ে বাংলাদেশিরা
সম্পর্ক টানাপোড়নের মধ্যেও ভারত ভ্রমণে শীর্ষ দুইয়ে বাংলাদেশিরা  © সংগৃহীত

গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক টানাপোড়েনের মধ্যেও ভারত ভ্রমণে শীর্ষ দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশিরা। যদিও সম্পর্ক টানাপোড়েনের প্রথম পর্যায়ে  বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করে দেয় ভারত সরকার, পরে জরুরি বিবেচনায় সীমিত আকারে ভিসা দেওয়া শুরু হয়।

গতকাল লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, গত পাঁচ বছরে  ভারত ভ্রমণরত বিদেশি পর্যটক আগমনের (এফটিএ) তালিকা জানায়। এতে বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশিরা দ্বিতীয় স্থানে রয়েছেন। শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। (খবর ইকোনোমিক টাইমস) 

গজেন্দ্র সিং শেখাওয়াত জানান, ২০২০ এবং ২০২৩ সালে ভারত ভ্রমণে শীর্ষে ছিল বাংলাদেশ। তবে ২০২১, ২০২২ এবং ২০২৪ সালে এ স্থান দখল করে যুক্তরাষ্ট্র। শীর্ষ পাঁচ দেশের বাকি তিনটি হলো যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা।ভারতের সরকারি তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারত ভ্রমণে শীর্ষ ১০ দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, জার্মানি, ফ্রান্স ও সিঙ্গাপুর। 

বছরভিত্তিক হিসাবে দেখা যায়, ভারতে বিদেশি পর্যটক আগমন ছিল ২০২০ সালে ২৭.৪৫ লাখ, ২০২১ সালে ১৫.২৭ লাখ, ২০২২ সালে ৬৪.৩৭ লাখ, ২০২৩ সালে ৯৫.২১ লাখ এবং ২০২৪ সালে ৯৯.৫২ লাখ। অন্যদিকে আন্তর্জাতিক পর্যটক আগমন ছিল যথাক্রমে ৬৩.৩৭ লাখ, ৭০.১০ লাখ, ১৪৩.৩০ লাখ, ১৮৮.৯৯ লাখ এবং ২০৫.৬৯ লাখ।

 

 

 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!