সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম, দুই বছরে বৃদ্ধের ৯ কোটি আত্মসাৎ

১০ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের ছলনায় পড়ে গত দুই বছরে প্রায় ৯ কোটি টাকা খুইয়েছেন এক বৃদ্ধ। যৌন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি অর্থহীন হয়ে পড়া ওই বৃদ্ধ অবশেষে পুলিশের শরণাপন্ন হন। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

ঘটনার শুরু ২০২৩ সালে। ফেসবুকে ‘শার্ভি’ নামের এক নারীর পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করার পর থেকেই শুরু হয় কথোপকথন। ধীরে ধীরে সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে। শার্ভি দাবি করেন, তিনি তার স্বামীর সঙ্গে থাকেন না এবং সন্তানদের নিয়ে আলাদা থাকেন। এরপর সন্তানের অসুস্থতার অজুহাতে তিনি ওই বৃদ্ধের কাছ থেকে অর্থ চাওয়া শুরু করেন।

পরবর্তীতে হোয়াটসঅ্যাপে 'কবিতা' নামের আরেক নারী বৃদ্ধের সঙ্গে যোগাযোগ করেন। নিজেকে শার্ভির পরিচিত বলে পরিচয় দেন তিনি। কবিতার সঙ্গেও গড়ে ওঠে ঘনিষ্ঠতা। অভিযোগ, কবিতা বিভিন্ন অশ্লীল ছবি পাঠাতেন এবং নানা অজুহাতে অর্থ দাবি করতেন। এরপর আরও দুই নারীর সঙ্গে একইভাবে বৃদ্ধের পরিচয় হয়, এবং প্রত্যেকেই প্রেম ও যৌনতার লোভ দেখিয়ে টাকা আদায় করেন।

অবশেষে, ২০২৫ সালের জুলাই মাসে বৃদ্ধ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, এই প্রতারণা চক্রের নেপথ্যে থাকতে পারে একজনই, যিনি বিভিন্ন পরিচয়ে নিজেকে নারী হিসেবে তুলে ধরে বৃদ্ধকে ঠকিয়েছেন।

তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
২০১৯ সালের ডাকসুর মত নির্বাচনে ট্রাকের বিজয় ইতিহাসের আশা নু…
  • ২৩ জানুয়ারি ২০২৬
এনসিপি গাজীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
  • ২৩ জানুয়ারি ২০২৬
জনগণ চাঁদাবাজদের নির্বাচিত করতে চায় না: নূরুল ইসলাম বুলবুল
  • ২৩ জানুয়ারি ২০২৬
শেকৃবিতে বিনামূল্যে জলাতঙ্কের টিকা পেল শতাধিক পোষা প্রাণী
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা এমন থাকবে যে, ব্যালট ছিনতাই অ…
  • ২৩ জানুয়ারি ২০২৬