জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে হাজারো ইসরায়েলির বিক্ষোভ

ইসরায়েলির বিক্ষোভ
ইসরায়েলির বিক্ষোভ  © সংগৃহীত

জিম্মি ইসরায়েলিদের মুক্তির লক্ষ্যে তেল আবিবের কেন্দ্রে বিক্ষোভ করেছেন হাজার হাজার ইসরায়েলি। শনিবারের (২ আগস্ট) এ বিক্ষোভে গাজা উপত্যকায় ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবি জানিয়েছে তারা। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। তেল আবিবের কেন্দ্রস্থলে ‘হোস্টেজ স্কয়ার’-এ গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা দ্রুত একটি চুক্তির মাধ্যমে বন্দিদের মুক্তির আহ্বান জানান।

ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানায়, বিক্ষোভে অংশ নেন বন্দিদের স্বজনরাও। ছিলেন এভিয়াতার ডেভিডের পরিবারের সদস্যরা। এক আবেগঘন বক্তব্যে তার বোন বলেন, “আমার ভাইয়ের এখনই চিকিৎসা প্রয়োজন, তার আর সময় নেই।”

শনিবার ছিল এদিনের দ্বিতীয় বিক্ষোভ। সকালেও কয়েকশো ইসরায়েলি তেল আবিবে প্রথম দফায় বিক্ষোভ করেন। সন্ধ্যার কর্মসূচিটি ছিল আরও বড় পরিসরে, যার আয়োজন করে ‘হোস্টেজ ফ্যামিলিজ ফোরাম’। গাজায় আটক বন্দিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত এই সংগঠনটি নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

‘হারেৎজ’ পত্রিকার খবরে বলা হয়, সম্প্রতি হামাস ও ইসলামিক জিহাদ দুটি ভিডিও প্রকাশ করেছে, যাতে বন্দি এভিয়াতার ডেভিড ও রোম ব্রাসলাভস্কিকে শারীরিক ও মানসিক দুরবস্থায় দেখা যায়। ভিডিও প্রকাশের পর দেশজুড়ে ক্ষোভ দেখা দেয়, যার ধারাবাহিকতায় হয় এই বিক্ষোভ।

সন্ধ্যার বিক্ষোভে এভিয়াতারের বোন বলেন, ‘আমরা ইসরায়েল সরকার, ইসরায়েলি জনগণ, বিশ্বের দেশগুলো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানাই, তারা যেন এভিয়াতার, গাই গিলবোয়া-দালালসহ অন্যান্য বন্দিদের প্রাণ বাঁচাতে যা যা সম্ভব সবকিছু করেন। তারা যেন প্রয়োজনীয় চিকিৎসা ও খাদ্য সহায়তা পান।’

গাজায় আটক আরেক বন্দির আত্মীয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশে বলেন, ‘আপনিই তাদের অবহেলা করেছেন, আপনি ব্যর্থ হয়েছেন, মিথ্যা কৌশলের গল্প বানিয়েছেন। প্রতিটি সুযোগ আপনি নষ্ট করেছেন।” তিনি আরো বলেন, “এখন আমাদের সন্তান এবং অন্য বন্দিরা এর চরম মূল্য দিচ্ছে। আর নয়।’

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence