কনসার্টে পরকীয়ার ভিডিও ভাইরাল, সেই সিও’র সঙ্গে বিচ্ছেদের ঘোষণা স্ত্রীর

অ্যান্ডি বায়রনের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা মেগান কেরিগানের
অ্যান্ডি বায়রনের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা মেগান কেরিগানের  © টিডিসি সম্পাদিত

যুক্তরাষ্ট্রের অ্যাস্ট্রোনোমার কোম্পানির সিইও অ্যান্ডি বায়রন ও প্রতিষ্ঠানটির চিফ এইচআর অফিসার ক্রিস্টিন ক্যাবটের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও ‘কিস ক্যামে’ ধরা পড়ে। গত ১৬ জুলাই ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের বস্টন কনসার্টে এ ঘটনা  ঘটে। এ ঘটনার জেরে অ্যান্ডি বায়রনের সাথে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তার স্ত্রী মেগান কেরিগান। শনিবার (১৯ জুলাই) বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তিনি। 

ওই পোস্টে তিনি লেখেন, আমি কখনো কল্পনাও করিনি যে, এমনভাবে জনসম্মুখে আমাকে আসতে হবে। কখনো ভাবিনি আমার স্বামী আমাকে এমনভাবে বিশ্বাসঘাতকতা করবে। আমি সবসময় বিশ্বাস করতাম, অ্যান্ডি বাইরনের সঙ্গে আমার বিয়ে গড়ে উঠেছিল বিশ্বাস, শ্রদ্ধা আর নিখাদ ভালোবাসার ওপর। প্রতিবার যখন সে বলত, ‘কাজের চাপ বেশি, আজ ফিরতে দেরি হবে’—আমি বিশ্বাস করতাম। কিন্তু এখন বুঝি, সেসব সময় সে অন্য এক নারীর সঙ্গে ছিল। আমি ভাবতাম, সে হয়তো আমাদের পরিবারের জন্য, আমাদের সন্তানদের জন্য পরিশ্রম করছে।

তিনি আরও বলেন,  কিন্তু কনসার্টে ধরা পড়া সেই চুমু সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছে। ক্যামেরায় অ্যান্ডি আর ক্রিস্টেন ক্যাবোটকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে এবং তারা যেভাবে ক্যামেরা বুঝতে পেরে আলাদা হয়ে গেল— সেটি আমাকে এমন এক অপমান আর যন্ত্রণায় ডুবিয়েছে, যা ভাষায় প্রকাশ করা যায় না।
আমি কিছুতেই এই বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারছি না। তার এই বিশ্বাসঘাতকতা শুধু আমার ব্যক্তিগত মর্যাদার ওপর আঘাত নয়, এটা আমাদের পুরো পরিবারের সঙ্গে প্রতারণা।

বিচ্ছেদের সিদ্ধান্ত জানিয়ে তিনি লেখেন, আমি সিদ্ধান্ত নিয়েছি—আমি তাকে ছেড়ে চলে যাব। আমি কোনোভাবেই এমন একজন পুরুষের সঙ্গে আর এক ছাদের নিচে থাকতে পারি না, যে আমাকে বিশ্বাসঘাতকতা করেছে। এটি অত্যন্ত ঘৃণ্য ও লজ্জাজনক। একইসঙ্গে, আমি চাই না আমার সন্তানদের প্রতিদিন এমন এক বাবার মুখোমুখি হতে হোক, যে তাদের প্রকৃত মূল্য দেয় না। আমি আমার সন্তানদের নিয়ে এই ঘৃণ্য মানুষটিকে চিরতরে পেছনে ফেলে চলে যাব।

উল্লেখ্য, ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, কনসার্ট চলাকালে ক্যামেরা ঘুরে যখন তাদের ওপর পড়ে, তখনই দুজন বিব্রত হয়ে তড়িঘড়ি করে একে অপর থেকে সরে যান এবং মুখ লুকাতে চেষ্টা করেন। বিষয়টি নিয়ে মজাও করেন কোল্ডপ্লে’র প্রধান গায়ক ক্রিস মার্টিন। তিনি মঞ্চ থেকে বলেন, ‘ওদের দেখুন... হয় এরা পরকীয়া করছে, না হয় খুবই লাজুক!’ 


সর্বশেষ সংবাদ