গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৯৪

১৮ জুলাই ২০২৫, ০৯:৫৫ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ১১:০১ PM
ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপ গাজা

ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপ গাজা © সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের টানা বিমান ও স্থল হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৯৪ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ৩৬৭ জন। এতে চলমান এই আগ্রাসনে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৮ হাজার ৭০০ জনে। বৃহস্পতিবার (১৭ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মরদেহ আটকে আছে এবং অনেকেই রাস্তায় পড়ে আছেন। নিরাপত্তা ঝুঁকি ও গোলাবর্ষণের কারণে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না। ফলে প্রকৃত প্রাণহানি আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

একই সময়ে মানবিক সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে আরও ২৬ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আহত হয়েছেন অন্তত ৩২ জন। গত ২৭ মে থেকে এ পর্যন্ত এই ধরনের মানবিক সহায়তা কেন্দ্রীক হামলায় প্রাণ হারিয়েছেন ৮৭৭ জন, আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৬৬৬ জন।

২০২৪ সালের জানুয়ারিতে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় কার্যকর হলেও ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের পূর্ণমাত্রায় হামলা শুরু করে। ওই সময় থেকে গত চার মাসে গাজায় নিহত হয়েছেন আরও ৭ হাজার ৮৪৩ জন এবং আহত হয়েছেন অন্তত ২৭ হাজার ৯২২ জন।

এদিকে গাজায় চলমান ইসরায়েলি অভিযানকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা চলছে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

ঢাকা-১৮ আসনে চাঁদাবাজি রুখে দিতে ব্যবসায়ীদের পাশে থাকার ঘোষ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
তাদের নির্বাচিত করুন, যারা বিদেশে বন্ধু তৈরি করবে প্রভু খুঁ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগেই প্রাথমিকের ১৪৩৮৫ সহকারী শিক্ষক নিয়োগের চূড়া…
  • ২৩ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশের সময় জানা গেলে
  • ২৩ জানুয়ারি ২০২৬
পূজার অর্জিত বিদ্যা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল…
  • ২৩ জানুয়ারি ২০২৬
এক বছরে দুইবার রমজান, আরেক বছরে মিলবে তিন ঈদ—কোন কোন বছর ঘট…
  • ২৩ জানুয়ারি ২০২৬