ট্রাম্পের গলফ ক্লাবের আকাশসীমা লঙ্ঘন, এফ-১৬ পাঠিয়ে সরিয়ে দেওয়া হলো বিমান
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৩:৫৬ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৩৮ PM

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বেডমিনস্টারে অবস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলফ ক্লাবের আকাশসীমায় অননুমোদিতভাবে ঢুকে পড়ে একটি বেসরকারি বিমান। এতে দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ঘটনাস্থলে পাঠানো হয় একটি এফ-১৬ যুদ্ধবিমান। শনিবার (৬ জুলাই) স্থানীয় সময় দুপুর ২টা ৩৯ মিনিটে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, বেডমিনস্টারের ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবের আকাশসীমায় নিরাপত্তা কারণে সাময়িক নিষেধাজ্ঞা জারি ছিল। এমন অবস্থায় ছোট একটি বেসরকারি বিমান সেই নিষিদ্ধ অঞ্চলে প্রবেশ করে।
পরবর্তীতে নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) জানায়, তারা `হেডবাট ম্যানুভার' নামে একটি বিশেষ কৌশল ব্যবহার করে যুদ্ধবিমান থেকে ওই উড়োজাহাজের পাইলটের দৃষ্টি আকর্ষণ করে। এরপর তাকে নিরাপদে আকাশসীমার বাইরে চলে যেতে বাধ্য করা হয়।
নোরাড আরও জানিয়েছে, এদিন এ ধরনের এটি ছিল পঞ্চম আকাশসীমা লঙ্ঘনের ঘটনা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে অননুমোদিতভাবে আকাশসীমা প্রবেশের ঘটনা বেড়ে যাওয়ায় তারা বেসরকারি বিমানচালকদের প্রতি সতর্কবার্তা জারি করেছে। পাইলটদের উদ্দেশ্যে বলা হয়েছে, উড্ডয়নের আগে যেন তারা ‘নোটাম’ বা আকাশসীমা বিষয়ক বিজ্ঞপ্তি সতর্কভাবে পর্যালোচনা করেন।
তবে এ ঘটনায় হোয়াইট হাউসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রে যখন কোনো প্রেসিডেন্ট বা উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা নির্দিষ্ট এলাকায় অবস্থান করেন, তখন ওই অঞ্চলের আকাশসীমায় সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। বেডমিনস্টারের ট্রাম্প গলফ ক্লাবেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর ছিল বলে জানানো হয়েছে।