প্রিন্সেস ডায়ানার প্রেমে পড়েছিলেন ট্রাম্প, সামনে এল অজানা প্রেমের গল্প

২৮ জুন ২০২৫, ০৫:১০ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ১০:০৬ AM
ডোনাল্ড ট্রাম্প ও প্রিন্সেস ডায়ানা

ডোনাল্ড ট্রাম্প ও প্রিন্সেস ডায়ানা © ফাইল ফটো

নারীসংক্রান্ত বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতীত বরাবরই আলোচনার কেন্দ্রে। তাঁর একাধিক বিয়ে, পরকীয়া কেলেঙ্কারি এবং বিভিন্ন নারীকে ঘিরে মন্তব্য প্রায়শই বিতর্ক তৈরি করেছে। এবার আলোচনায় এসেছে তাঁর প্রিন্সেস ডায়ানার প্রতি একতরফা ভালোবাসা—যা নিয়ে সম্প্রতি নতুন করে সরব হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

ডোনাল্ড ট্রাম্প ১৯৭৭ সালে ইভানা ট্রাম্পকে বিয়ে করেন। তাঁদের সংসার টিকে ছিল এক দশকের বেশি সময়। মডেল মার্লা ম্যাপলসের সঙ্গে ট্রাম্পের পরকীয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর তাঁদের বিচ্ছেদ হয়।

এরপর ১৯৯০ সালে ট্রাম্প-ইভানা জুটির বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার পর ট্রাম্প ম্যাপলসের সঙ্গে সম্পর্ক চালিয়ে যান। ১৯৯৩ সালে তাঁদের কন্যা টিফানির জন্ম হয় এবং ওই বছরই তাঁরা বিয়ে করেন। তবে এই সম্পর্কও বেশি দিন টেকেনি। ১৯৯৭ সালে ‘জগতের প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গির’ কথা বলে তাঁরা আলাদা হয়ে যান।

দ্বিতীয় বিবাহবিচ্ছেদের মামলা চলাকালে ১৯৯৮ সালে নিউইয়র্কের এক পার্টিতে ট্রাম্পের সঙ্গে পরিচয় হয় স্লোভেনিয়ান-আমেরিকান মডেল মেলানিয়া কনাসের। ২০০৪ সালে মেট গালায় ট্রাম্প মেলানিয়াকে বিয়ের প্রস্তাব দেন। ২০০৫ সালে ফ্লোরিডার পাম বিচে সমুদ্রের তীরের একটি গির্জায় তাঁদের বিয়ে হয়। মেলানিয়া হন তাঁর তৃতীয় স্ত্রী এবং পরে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি।

এরপর সামনে আসে পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসের ঘটনা। স্টর্মি দাবি করেন, ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে তাঁর এক রাতের সম্পর্ক হয়েছিল। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ড্যানিয়েলসকে চুপ করাতে ট্রাম্প ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন। সেই অর্থ লেনদেনের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি গুরুতর অপরাধের রায় হয়েছে।

তবে ট্রাম্প নিজেই ‘নারীদের বিষয়ে’ তাঁর একমাত্র আক্ষেপের কথা স্বীকার করেছেন। ব্রিটিশ রাজপরিবারের প্রয়াত বধূ প্রিন্সেস ডায়ানার সঙ্গে শারীরিক সংসর্গ করার ইচ্ছা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

দ্য সানের প্রতিবেদনে বলা হয়, ১৯৯৭ সালে উপস্থাপক ডিজে হাওয়ার্ড স্টার্নের এক রেডিও শোতে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প তাঁর এই ইচ্ছার কথা জানিয়েছিলেন। সম্প্রতি ওই রেডিও সাক্ষাৎকারটি নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি ফ্যাক্টবেস ওয়েবসাইটে পাঠালে তা নিয়ে আবার আলোচনা শুরু হয়।

ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘প্রিন্সেস ডায়ানা যদি সুযোগ দিতেন, তাহলে তাঁর সঙ্গে শারীরিক সংসর্গ করতে একটুও ভাবতাম না।’ এরপরেই হাসতে হাসতে মজা করে ট্রাম্প বলেন, ‘তবে এর আগে তাঁকে অবশ্যই এইচআইভি পরীক্ষা করাতে বলতাম।’

ট্রাম্প বলেন, ‘প্রিন্সেস ডায়ানা একজন “পাগল”; তবে তিনি অসম্ভব সুন্দরী ও সুপারমডেল ছিলেন। তাঁর উচ্চতা, সৌন্দর্য ও ত্বক সব মিলিয়ে তিনি অসাধারণ ছিলেন।’

সাক্ষাৎকারে ট্রাম্পকে উপস্থাপক হাওয়ার্ড স্টার্ন প্রশ্ন করেন, ‘আপনার দৃষ্টিতে সবচেয়ে আবেদনময়ী ১০ নারী কে কে?’ জবাবে ট্রাম্প বলেন, তাঁর কাছে সবচেয়ে আবেদনময়ী নারীর তালিকায় প্রিন্সেস ডায়ানার অবস্থান তৃতীয়। প্রথম অবস্থানে তাঁর স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও দ্বিতীয় অবস্থানে রয়েছে সাবেক স্ত্রী ইভানা।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, শুধু এই রেডিও সাক্ষাৎকারে নয়, ১৯৯৭ সালে প্রকাশিত ট্রাম্পের ‘দ্য আর্ট অব কামব্যাক’ বইয়েও ডায়ানার প্রশংসা করেছেন তিনি। ডায়ানার মৃত্যুর তিন মাস পরে বইটি প্রকাশ করা হয়।

‘দ্য আর্ট অব কামব্যাক’ বইয়ে ডায়ানা সম্পর্কে ট্রাম্প বলেন, ‘মানুষকে মুগ্ধ করার অপূর্ব ক্ষমতা ছিল তাঁর। তিনি এলেই যেন ঘর আলোকিত হয়ে ওঠে। তিনি প্রকৃত প্রিন্সেস—স্বপ্নের নারী।’

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের সঙ্গে ডায়ানার বিভিন্ন সময়ে দেখা হয়েছে। ১৯৯৫ সালে ম্যানহাটনের হিলটন হোটেলে এক নৈশভোজে তাঁরা এক টেবিলেই বসেছিলেন। সেখানে ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মারলাও উপস্থিত ছিলেন। তবে ডায়ানার প্রতি ট্রাম্পের বিপুল আগ্রহ থাকলে তাঁর প্রতি ডায়ানার আগ্রহ ছিল কি না, এর প্রমাণ পাওয়া যায়নি।

২০১৫ সালে বিবিসির উপস্থাপক সেলিনা স্কট দাবি করেন, ১৯৯৬ সালের জুলাই মাসে যুবরাজ চার্লসের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। এর কয়েক মাস পরে ডায়ানার ৩৫তম জন্মদিনে তাঁর কেনসিংটন প্যালেসে অসংখ্য ফুলের তোড়া পাঠিয়ে দেন ট্রাম্প, যার প্রতিটি ফুলের তোড়ার দাম ছিল ১০০ পাউন্ড করে। সে সময় বিবাহবিচ্ছেদের কারণে দুঃখ প্রকাশ করে একটি বার্তাও পাঠিয়েছিলেন ট্রাম্প।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে সড়ক দুর্ঘটনায় ডায়ানা নিহত হওয়ার পর ট্রাম্প তাঁর বন্ধুদের বলেছিলেন, ডায়ানার সঙ্গে ‘ডেট’ করতে না পারাটা তাঁর জীবনের সবচেয়ে বড় আক্ষেপ। তিনি সব সময় ভাবতেন, ডায়ানার সঙ্গে রোমাঞ্চ করার সুযোগ একদিন না একদিন তাঁর আসবেই। কিন্তু এর আগেই চলে গেলেন ডায়ানা।

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে জামায়াত প্রার্থীর আবেদন
  • ১০ জানুয়ারি ২০২৬
নদীর পাড়ে পড়েছিল চোখ উপড়ে ফেলা মাদ্রাসা ছাত্রের মরদেহ
  • ১০ জানুয়ারি ২০২৬
বিএনপি নেতার প্রার্থিতা বাতিল চেয়ে জামায়াত প্রার্থীর আবেদন
  • ১০ জানুয়ারি ২০২৬
কক্সবাজারে প্রাথমিক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের দুই সদ…
  • ১০ জানুয়ারি ২০২৬
নারী কর্মীদেরকে হেনস্থার জেরে বিএনপি ও জামায়াত সমর্থিত বিডি…
  • ১০ জানুয়ারি ২০২৬
অবৈধ অস্ত্রে হত্যাকান্ড ঘটিয়ে নির্বাচন বানচালের চেষ্টা চলছে…
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9