নেতানিয়াহুকে বার্লিন সফর নিয়ে সতর্ক করলেন জার্মান প্রেসিডেন্ট

ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার ও বেনিয়ামিন নেতানিয়াহু
ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার ও বেনিয়ামিন নেতানিয়াহু  © সংগৃহীত

জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জার্মানি সফর নিয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা আছে। এ অবস্থায় বার্লিনের উচিত আন্তর্জাতিক আইনকে ‘পরীক্ষার মুখে না ফেলা’।

স্টাইনমায়ার আরও বলেন, ‘বিশেষ করে আমাদের উচিত আন্তর্জাতিক আইন ও শৃঙ্খলাকে নিজেদের পরিচয়ের অংশ করে তোলা।’

‘ইন্টারভিউ অব দ্য উইক’ নামক একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন, যা রোববার জার্মান রেডিও সম্প্রচারমাধ্যম ডয়চল্যান্ডফাঙ্কে প্রচারিত হবে। এর একটি আগাম অনুলিপি জার্মান বার্তা সংস্থা ডিপিএ হাতে পেয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ।

গত বছরের নভেম্বরে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের অভিযানের ঘটনায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

আরও পড়ুন : উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য সুখবর

স্টাইনমায়ারের এ মন্তব্য এমন এক সময় আসে, যখন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্ৎস বলেছিলেন, জার্মানি নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে স্বীকৃতি দেবেন না।

এর আগে ইরানে ইসরায়েলের হামলার প্রতি সমর্থন জানিয়ে এটিকে পশ্চিমা মিত্রদের জন্য ‘একটি সেবা’ বলে মন্তব্য করেছেন ফ্রিডরিখ ম্যার্ৎস। কানাডায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনের ফাঁকে জার্মান সম্প্রচারমাধ্যম জেডডিএফকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যার্ৎস বলেন, ‘ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে এই নোংরা কাজটাই ইসরায়েল আমাদের সবার হয়ে করছে।’

নেতানিয়াহু যদি জার্মানি সফর না করেন, তাহলে এমন পরিস্থিতি তাকে আইসিসির কাছে হস্তান্তর করা এড়াতে পারে জার্মান সরকার।

যদিও স্টাইনমায়ার সরাসরি নেতানিয়াহুর সফরের বিরোধিতা করেননি, তবে ইঙ্গিত দেন যে জার্মানির উচিত এমন পরিস্থিতি এড়ানো, যাতে কোনো ইসরায়েলি নেতাকে আইসিসির কাছে তুলে দিতে হয়।

আরও পড়ুন : নারী শিক্ষার্থীকে হেনস্তা, পবিপ্রবির অধ্যাপকের পদ অবনমিত

আন্তর্জাতিক আইনকে অগ্রাহ্য না করে বরং এই বিশেষ ক্ষেত্রে সেটিকে পরীক্ষার মুখে না ফেলার জন্য আহ্বান জানিয়েছেন স্টাইনমায়ার।

স্টাইনমায়ার ২০১৫ সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি স্বাক্ষরকালে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তখন তিনি জোর দিয়ে বলেছিলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না।

এক মন্তব্যে তিনি বলেন, ‘২০১৫ সালের চুক্তি স্বাক্ষরের পর ইরান কখনোই পারমাণবিক বোমা অর্জনের দিক থেকে এতটা দূরে ছিল না।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence