ত্রাণের আশায় দাঁড়িয়ে গুলিতে ঝরল প্রাণ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

মধ্য গাজার খাদ্য সহায়তার লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) ফিলিস্তিনের  স্থানীয় আল-আওদা হাসপাতালের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা। 

ঘটনাটি ঘটেছে অবরুদ্ধ গাজার কেন্দ্রীয় অংশে ওয়াদি গাজার দক্ষিণে, যেখানে বহুদিন ধরেই খাদ্য সংকটে ভুগছেন সাধারণ মানুষ।

এই ঘটনার আগে গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (GHF) পরিচালিত মানবিক ত্রাণ কার্যক্রম শুরু হওয়ার পর মাত্র এক মাসেই সহায়তা বিতরণকেন্দ্রগুলোর আশপাশে ইসরায়েলি গুলিতে নিহত হয়েছেন অন্তত ৫৪৯ জন ফিলিস্তিনি।

ক্ষুধার্ত মানুষের জন্য বরাদ্দ ত্রাণ নেওয়ার সময় এমন মৃত্যুর ঘটনা বিশ্বব্যাপী মানবাধিকারের জন্য এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।


সর্বশেষ সংবাদ