প্রয়োজনে আবারও হামলা: টেলিভিশনে যেসব হুঁশিয়ারি দিলেন খামেনি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৫:১২ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৩:৩৬ PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। বুধবার (২৫ জুন) এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, ‘ট্রাম্প তার এক বক্তব্যে বলেছেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু আমি পরিষ্কারভাবে বলছি—আত্মসমর্পণ কখনোই হবে না। আমাদের জাতি শক্তিশালী ও অটল।’
খামেনি বলেন, ‘ট্রাম্প আসলে আমেরিকার প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট করেছেন—তারা ইরানের সম্পূর্ণ আত্মসমর্পণ চায়। কিন্তু আমাদের জাতি কখনোই সেই পথে হাঁটবে না।’
ভবিষ্যৎ যেকোনো আগ্রাসনের জবাবে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পুনরায় হামলা চালানো হতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ‘ইরান যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে এবং সেগুলোতে পৌঁছাতে সক্ষম—এটা একটা বড় অর্জন। ভবিষ্যতে নতুন করে কোনো হুমকি এলে আমরা আবারও আঘাত হানতে পারি।”
খামেনির মতে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্বেগ কেবল অজুহাত মাত্র। “তারা আসলে চায় আমরা মাথা নিচু করে তাদের কাছে আত্মসমর্পণ করি। কিন্তু তেমনটা কখনো হবে না,”—বলেছেন তিনি।
খামেনি আরও দাবি করেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল, কিন্তু তারা কোনো বড় অর্জন করতে পারেনি। এটা ছিল ট্রাম্পের ‘শো-অফ’ বা বাহাদুরি দেখানো ছাড়া আর কিছু না।’
এসময় তিনি বলেন, ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলের বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তাদের নগর ও সামরিক এলাকাগুলোতে আঘাত হানতে পেরেছে, যা ইরানের শক্তির প্রমাণ।
ইরানের সর্বোচ্চ নেতার এই বক্তব্যকে বিশ্লেষকরা ইঙ্গিতপূর্ণ ও আগ্রাসনবিরোধী কৌশলের অংশ হিসেবে দেখছেন। তবে এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ।