ইরানে নতুন করে হামলার নির্দেশ দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

২৪ জুন ২০২৫, ০৩:০১ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ১০:১৯ AM
ইসরায়েল কাটজ

ইসরায়েল কাটজ © সংগৃহীত

যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত সরকারি লক্ষ্যবস্তুতে ‘তীব্র ও কঠোর হামলা’ চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা।

আজ এক ঘোষণায় তিনি বলেন, ইরান ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং এর জন্য তাদের জবাব পেতেই হবে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন, যেন তেহরানে অবস্থিত গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোকে টার্গেট করে পাল্টা আঘাত হানা হয়।

এই নির্দেশের আগে আশ্রয়কেন্দ্রে থাকা ইসরায়েলিদের জানানো হয়েছিল যে, পরিস্থিতি আপাতত নিরাপদ এবং তারা আশ্রয়কেন্দ্র ত্যাগ করতে পারেন।

এর আগে, ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে বলা হয়েছে, দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও সেগুলো প্রতিহত করা হয়েছে।

তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো হামলার দায় স্বীকার করা হয়নি। বরং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগেই বলেছিলেন, “ইসরায়েল যদি আগ্রাসন বন্ধ করে, তবে ইরানও প্রতিক্রিয়া জানাবে না।” অর্থাৎ, তেহরান যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়েছে শর্তসাপেক্ষে।

বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন করে চরমে পৌঁছেছে, যা পুরো অঞ্চলজুড়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

ইউনিটপ্রধানদের কর্মস্থল ছাড়তে লাগবে আইজিপির অনুমতি
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • ২৪ জানুয়ারি ২০২৬
মুড়ি-বাতাসা নিয়ে নির্বাচনী প্রচারণায় এনসিপির প্রার্থী
  • ২৪ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় কালার-ধন মিয়ার গোষ্ঠীর সংঘর্ষ, ১১ নারী গ্রে…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইপিজেড নির্মাণে ব্যবহার হচ্ছে পরিবেশবিধ্বংসী ইট!
  • ২৪ জানুয়ারি ২০২৬
জাবিতে গণধিকার পরিষদের এমপি প্রার্থীর পূজা মণ্ডপ পরিদর্শন
  • ২৪ জানুয়ারি ২০২৬