ইসরায়েলি হামলায় ইরানের ৯ জন নিহত, আহত ৩০

২৪ জুন ২০২৫, ১২:৪০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৪:০৩ PM
ইসরায়েলি বিমান হামলায় ৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন

ইসরায়েলি বিমান হামলায় ৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন © সংগৃহীত

ইরানের উত্তর-পশ্চিমে গিলান প্রদেশে চারটি আবাসিক ইউনিটে ইসরায়েলি বিমান হামলায় ৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন অনুসারে, নিহতদের মধ্যে ১৬ জন নারী ও শিশু রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই হামলায় আশপাশের অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩৩ জন আহত হয়েছে, যাদের মধ্যে পাঁচ জনের হাসপাতালে চিকিৎসার প্রয়োজন বলে সংবাদ সংস্থাটি জানিয়েছে, আঞ্চলিক গভর্নরের বরাত দিয়ে।

এদিকে দখলদার ইসরায়েলের সঙ্গে ইরান পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মঙ্গলবার (২৪ জুন) ভোরে তার এ ঘোষণার কয়েক মিনিট পর ইরানের রাজধানী তেহরানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আরও পড়ুন : যুদ্ধবিরতির জন্য ট্রাম্প ‘মিনতি’ করেছেন, ইরানের টিভিতে দাবি

পরে ইসরায়েলেও ইরান হামলা চালায়। এতে চার জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা বিভাগ। তারা জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের বিয়ার শেভা শহরে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন।

দেশটির জরুরি পরিষেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, হামলায় ৪০ বছর বয়সী একজন পুরুষ, ৩০ বছর বয়সী একজন নারী এবং ২০ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন।

হামলায় আরও ছয়জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন এমডিএর এক মুখপাত্র।

ইউনিটপ্রধানদের কর্মস্থল ছাড়তে লাগবে আইজিপির অনুমতি
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • ২৪ জানুয়ারি ২০২৬
মুড়ি-বাতাসা নিয়ে নির্বাচনী প্রচারণায় এনসিপির প্রার্থী
  • ২৪ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় কালার-ধন মিয়ার গোষ্ঠীর সংঘর্ষ, ১১ নারী গ্রে…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইপিজেড নির্মাণে ব্যবহার হচ্ছে পরিবেশবিধ্বংসী ইট!
  • ২৪ জানুয়ারি ২০২৬
জাবিতে গণধিকার পরিষদের এমপি প্রার্থীর পূজা মণ্ডপ পরিদর্শন
  • ২৪ জানুয়ারি ২০২৬