ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ৩ জন নিহত

২৪ জুন ২০২৫, ১০:১০ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৪:০৩ PM
ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর তিনজন নিহত হয়েছেন

ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর তিনজন নিহত হয়েছেন © সংগৃহীত

ইসরায়েলের জরুরি পরিষেবা জানিয়েছে যে দক্ষিণ ইসরায়েলের বিয়ার শেভা শহরে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর তিনজন নিহত হয়েছেন। হামলায় আরও ছয়জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন এমডিএর এক মুখপাত্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর মঙ্গলবার (২৪ জুন) ইসরায়েলে ইরান এ হামলা চালায়। এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা এবং সিএনএন।

জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এর আগে জানিয়েছে, প্রায় ৪০ বছর বয়সী একজন পুরুষ, প্রায় ৩০ বছর বয়সী একজন নারী ও প্রায় ২০ বছর বয়সী একজন পুরুষ গুরুতর আহত হয়েছেন।

এমডিএর একজন মুখপাত্র জানিয়েছেন, আরও ছয়জনকে সামান্য আঘাত পেয়েছে। তাদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করেছে এবং বাসিন্দাদের বোমা আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দেশের ‘বিভিন্ন এলাকায়’ সতর্কতা সাইরেন চালু হয়েছে এবং তারা ক্ষেপণাস্ত্র প্রতিরোধে কাজ করছে। 

টাইমস অব ইসরায়েল ও ওয়াইনেট নিউজ জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলি শহরে ক্ষেপণাস্ত্র হামলার পর গুরুতর অবস্থায় থাকা তিনজনকে এখন মৃত ঘোষণা করা হয়েছে।

তবে এ ঘটনার পর ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

গণঅধিকার পরিষদের এক প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি
  • ২৪ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভোট চুরি ঠেকাতে ১১ ফেব্রুয়ারি থেকে পাহাড়ায় থাকার আহ্বান রুম…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভারতের অধিকাংশ পণ্যের জিএসপি সুবিধা স্থগিত করল ইইউ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইউনিটপ্রধানদের কর্মস্থল ছাড়তে লাগবে আইজিপির অনুমতি
  • ২৪ জানুয়ারি ২০২৬