মিসাইল © সংগৃহীত
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা। দেশের ‘বিভিন্ন এলাকায়’ সতর্কতা সাইরেন চালু হয়েছে এবং তারা ক্ষেপণাস্ত্র প্রতিরোধে কাজ করছে বলেও জানায়। মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে সাইরেন শোনা গেছে। নতুন তথ্য পাওয়া মাত্র জানানো হবে।
জনসাধারণকে সতর্কবার্তা পেলে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং বলা হয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘হুমকি প্রতিহত’ করতে কাজ করছে।
এদিকে ইরাকের ইমাম আলী ঘাঁটির রাডার সিস্টেমে হামলা হয়েছে বলে জানিয়েছে বাগদাদভিত্তিক আল সুমারিয়া টিভি নেটওয়ার্ক। তবে এই হামলা কে বা কারা চালিয়েছে, তা স্পষ্টভাবে জানানো হয়নি।
ইমাম আলী ঘাঁটি ইরাকের জি কার প্রদেশে, প্রাদেশিক রাজধানী নাসিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। এই ঘাঁটিটি দীর্ঘদিন ধরে একটি কৌশলগত অবস্থানে থাকায় এর ওপর হামলা গুরুতর বার্তা বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।