পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর যে বার্তা খামেনীর

আলী খামেনী ও ট্রাম্প
আলী খামেনী ও ট্রাম্প  © সংগৃহীত

ইসরায়েল-ইরান সংঘাতের উত্তেজনার মধ্যেই ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার (২১ জুন) রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই হামলার ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহানে সফলভাবে হামলা চালানো হয়েছে এবং সব মার্কিন বিমান নিরাপদে ফিরে গেছে।

এই হামলার পর যুক্তরাষ্ট্রকে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী। তার টেলিগ্রাম চ্যানেলে সম্প্রচারিত এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইরান-ইসরায়েল সংঘাতে সরাসরি জড়ায়, তবে এর খেসারত তাদেরই বেশি দিতে হবে। তাদের ক্ষতি হবে ইরানের যেকোনো ক্ষতির চেয়ে বহুগুণ বেশি।’

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, কোম প্রদেশের ফোরদো পারমাণবিক কেন্দ্রে বিমান হামলা হয়েছে। কোমের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের মুখপাত্র মোরতেজা হেইদারির বরাত দিয়ে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার পর ফোরদোর একটি অংশে শত্রুপক্ষ হামলা চালিয়েছে।

অন্যদিকে, ইরান সরকারের নিজস্ব সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইসফাহান ও নাতানজেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসফাহানের গভর্নরের সহকারী আকবর সালেহি বলেন, “দুই কেন্দ্রের কাছেই হামলার ঘটনা ঘটেছে।”

ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র যে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করেছে, সেখানে এমন কোনো তেজস্ক্রিয় উপাদান ছিল না যা বিস্ফোরণের ফলে ছড়িয়ে পড়তে পারে। এতে ধারণা করা হচ্ছে, হামলার আগে সতর্কতামূলকভাবে সেখান থেকে ইউরেনিয়ামসহ তেজস্ক্রিয় পদার্থ সরিয়ে নেওয়া হয়েছিল।

এই ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। পর্যবেক্ষকরা বলছেন, পরিস্থিতি এখন যেকোনো সময় আরও বিস্তৃত সংঘাতে রূপ নিতে পারে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence