‘ইসরায়েল সন্ত্রাস ছড়াচ্ছে’ মুখ ফসকে বললেন মার্কিন রাষ্ট্রদূত

২১ জুন ২০২৫, ০২:৩০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৭:৪৪ AM
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শে

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শে © সংগৃহীত

ইসরায়েল মধ্যপ্রাচ্যে ‘বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়িয়ে দিচ্ছে বলে এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শে। যদিও এ বক্তব্যের পরপরই তিনি নিজ বক্তব্য সংশোধন করেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখতে গিয়ে এ কাণ্ড ঘটান তিনি।  

প্রতিবেদনে বলা হয়েছে, বক্তব্যে শে মূলত ইরানকে দায়ী করছিলেন ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার জন্য। তবে একটি বাক্যে ভুল করে তিনি ইসরায়েলের দিকেই সন্ত্রাস ছড়ানোর অভিযোগ আনেন। তিনি বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়িয়েছে’। তাৎক্ষণিকভাবে তিনি নিজ ভাষা সংশোধন করে বলেন, তার উদ্দেশ্য ছিল ‘ইরানকে দায়ী করা, ইসরায়েলকে নয়।’

ডরোথি শে আরো বলেন, এ সংঘাতের জন্য ইরান দায়ী এবং তেহরানকে তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে একটি চুক্তিতে রাজি হওয়া উচিত ছিল।

এর আগে ভোরে ইরান কমপক্ষে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইলে। এর মধ্যে অন্তত একটি মধ্য ইসরাইলে সরাসরি আঘাত হেনেছে। এ সময় মধ্য ইসরাইলজুড়ে সাইরেন বেজে উঠে এমন খবর জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি নাগরিকদের আশ্রয়স্থল ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে এর কিছুক্ষণ পরই ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিব জেলা ভবনে আগুন জ্বলতে দেখা যায়।

পে স্কেলের প্রজ্ঞাপন জারি না করলে আন্দোলন ছড়িয়ে পড়বে: আজিজি
  • ২৪ জানুয়ারি ২০২৬
মেঘনায় জেলেদের জালে ধরা পড়ল ৪০ কেজির বিরল প্রজাতির কচ্ছপ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ঢাকায় শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
  • ২৪ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
  • ২৪ জানুয়ারি ২০২৬
শ্রীপুরে সালিশি বৈঠকে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নারীসহ গ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইবিতে জাতীয় ছাত্রশক্তির হ্যাঁ ভোটের প্রচারণা
  • ২৪ জানুয়ারি ২০২৬