ইসরাইলে ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৮:২৭ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০৮:১৮ PM
ইসরাইলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ সময় মধ্য ইসরাইলজুড়ে সাইরেন বেজে উঠে। শনিবার (২১ জুন) ভোরে ইরান কমপক্ষে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে অন্তত একটি মধ্য ইসরাইলে সরাসরি আঘাত হেনেছে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি নাগরিকদের আশ্রয়স্থল ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে এর কিছুক্ষণ পরই ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিব জেলা ভবনে আগুন জ্বলতে দেখা যায়।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরাইলের তেল আবিব শহরের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইসরাইলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর জানায়নি।
ইসরাইলের ওয়াইনেট সংবাদের খবরে বলা হয়েছে, মধ্য ইসরাইলের তেল আবিব জেলার হলনে একটি আবাসিক ভবনের ছাদে আগুন ধরতে দেখা যায়। পরে আগুন নেভানোর জন্য জরুরি কর্মীরা কাজ করছে। শনিবার স্থানীয় সময় ভোররাত ২ টা ৪০ মিনিটে মধ্য ও উত্তর ইসরাইলজুড়ে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত হেনেছে নাকি টুকরো কোনো অংশের কারণে আগুন ধরেছে তা স্পষ্ট নয়। ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার পর তারা কোনো আহত হওয়ার খবর পায়নি।