জাতিসংঘের বৈঠকে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র-রাশিয়া প্রতিনিধি, কে কী বলল?

২১ জুন ২০২৫, ১২:০৮ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০৮:১৮ PM
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক © সংগৃহীত

ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নিয়েছে ইরান,ইসরায়েল,যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা। চার দেশের প্রতিনিধিরা বৈঠকে কে কী বলেছে এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

প্রতিবেদনে বলা হয়, ইরানজুড়ে ইসরায়েলের হামলায় নিরীহ মানুষ নিহত হওয়ার ঘটনায় ইরানের জাতিসংঘ প্রতিনিধি কড়া নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে তিনি  আন্তর্জাতিক আইন রক্ষায় জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ইরানি প্রতিনিধির বক্তব্যের বিরোধিতা করে ইসরায়েলি প্রতিনিধি ড্যানন বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য ইসরায়েল ক্ষমা চাইবে না।

এদিকে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বলেন, ওয়াশিংটন ইসরায়েলের পাশে রয়েছে। ইরান পারমাণবিক চুক্তিতে রাজি না হওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে। 

রাশিয়ার প্রতিনিধি বলেন, ইসরায়েল পারমাণবিক আলোচনা শুরু হওয়ার ঠিক আগের দিন ইরানে হামলা চালিয়েছে। এটিকে তিনি কূটনৈতিক সমাধান খোঁজার প্রচেষ্টার প্রতি ইসরায়েলের স্পষ্ট অবজ্ঞা হিসেবে অভিহিত করেন।

আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি সব পক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, পারমাণবিক স্থাপনায় হামলা তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিতে পারে, যার প্রভাব আক্রান্ত রাষ্ট্র ছাড়িয়ে আরো বহু অঞ্চলে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।

গোপালগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট, জরিমানা আদায় ৪৫ হাজার টাকা
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, জেনে নিন খুঁটিনাটি
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে ৮ দিনই ছুটির সুযোগ সরকারি চাকরিজী…
  • ২৪ জানুয়ারি ২০২৬
দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখব না: জা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিধি লঙ্ঘন, হামলা ও নারী কর্মীদের হেনস্থাসহ বিএনপির বিরুদ্ধ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিসিবির কাছে যে অনুরোধ করল শান্ত
  • ২৪ জানুয়ারি ২০২৬