ইসরায়েলে ফের ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

দক্ষিণ ইসরায়েলের বেয়ারশেবা শহরে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে আবারও একদফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, এবং তা প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।

হামলার পরপরই বেয়ারশেবা ও আশপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এরপর শহরজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। কুদস নিউজ নেটওয়ার্কের বরাতে জানা গেছে, বেয়ারশেবায় ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে বিস্ফোরণ ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে বেয়ারশেবা এবং নেগেভ অঞ্চলে ধোঁয়া ও আগুনের দৃশ্য দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরাও বিস্ফোরণের শব্দ ও ধোঁয়ার বর্ণনা দিয়েছেন।

ইসরায়েলি উদ্ধার সংস্থা মাগেন ডেভিড আদম হামলার পরপরই ঘটনাস্থলের একটি ছবি প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।

ঠিক কোথায় কোথায় আঘাত লেগেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে—তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে তাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ