ইরানের ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত হয়েছিল ক্লাস্টার মিউনিশন: ধারণা ইসরায়েলের
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৮:১৬ AM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৮:৩৫ PM
ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল এক নতুন ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। বৃহস্পতিবার সকালেই ইরানের দিক থেকে ছোড়া প্রায় ৪০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েল লক্ষ্য করে আঘাত হানে, যার অনেকগুলোই বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষয়ক্ষতি ঘটায়। এর মধ্যে একটি হামলায় ক্লাস্টার মিউনিশনের ব্যবহার হয়েছে বলে ধারণা করছে ইসরায়েল।
ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর মতে, এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে শতাধিক ছোট বিস্ফোরক (বম্বলেট) ছড়িয়ে দেয়, যা প্রায় আট কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে পড়ে। এমন বিস্ফোরকের বিস্তার ঠেকানো তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ বা অন্যান্য প্রযুক্তির জন্য কঠিন হয়ে দাঁড়ায়।
হামলার ফলে তেলআবিবের পার্শ্ববর্তী হোলোন ও রামাত গান শহরে কিছু আবাসিক ভবন এবং একটি হাসপাতাল এলাকার ক্ষতি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন বেসামরিক নাগরিক।
ইসরায়েলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে ক্লাস্টার বোমার ব্যবহার নিশ্চিত করা হয়নি, তবে দেশটির সামরিক বিশেষজ্ঞরা বলছেন, বিস্ফোরণের ধরন ও ক্ষতির পরিমাণ দেখে তা অনুমান করা যাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ক্লাস্টার মিউনিশন ঠেকানো অনেক বেশি কঠিন, কারণ এটি একাধিক বিস্ফোরক উপাদান নিয়ে আকাশেই ছড়িয়ে পড়ে, যার প্রতিটি আলাদা করে ঠেকানো রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য দুরূহ।