খামেনির চোখে প্রতিশোধের আনন্দ

আয়াতুল্লাহ খামেনি
আয়াতুল্লাহ খামেনি  © এপি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ভিডিওটির শুরুতেই দেখা যায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলার ভয়াবহ দৃশ্য, যেখানে নারী-শিশুসহ বেসামরিক মানুষের আর্তনাদ এবং ধ্বংসযজ্ঞ তুলে ধরা হয়েছে।

এরপরেই পর্দায় আসে পাল্টা প্রতিশোধের দৃশ্য; যেখানে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের অভ্যন্তরে বিস্ফোরণ, ধ্বংস এবং আতঙ্কিত মানুষদের চিত্র তুলে ধরা হয়েছে। একই সঙ্গে কিছু মানুষকে এসব হামলার পর উল্লাস করতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‌'ক্ষেপণাস্ত্রগুলো বিশ্বের সম্মানিতদের আনন্দিত করেছে।' বিশ্লেষকদের মতে, এই বক্তব্য ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের এক প্রগাঢ় বার্তা, যেখানে খামেনি সরাসরি বুঝিয়ে দিয়েছেন, গাজায় ফিলিস্তিনিদের ওপর চালানো নিপীড়নের জবাব দিতে প্রস্তুত তেহরান।

খামেনির এই ভিডিও কার্যত ইরানের শক্তি, প্রতিরোধ ও প্রতিশোধের বার্তা বহন করছে; যা সমর্থক গোষ্ঠীগুলোর মধ্যে উজ্জীবন তৈরি করলেও পশ্চিমা বিশ্বে উদ্বেগের জন্ম দিয়েছে। নেটিজেনরা বলছেন, এটি কেবল একটি ভিডিও নয় বরং এক রাজনৈতিক ভাষ্য, যা প্রতীকী এবং বাস্তব উভয় দিক থেকেই মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে নতুন করে নাড়া দিচ্ছে।

ধারণা করা হচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এই বক্তব্য তাকে সমর্থনকারী জনগোষ্ঠী, বিশেষ করে ফিলিস্তিন ও অন্যান্য মুসলিম দেশের জনগণের আবেগকে উসকে দিতেই প্রকাশ করা হয়েছে। এছাড়া এটিকে একটি স্পষ্ট বার্তা বলেও মনে করা হচ্ছে যেখানে ইরান নিজেদের হামলাকে ‘ন্যায্য প্রতিক্রিয়া’ হিসেবেই তুলে ধরছে।

সমাধান দিতে পারে কূটনীতি: ইসরায়েলে প্রেসিডেন্ট 
এদিকে সংঘাতের মধ্যেই ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ দিয়েছেন এক শান্তবার্তা। তিনি বলেছেন, ‌'ইরানের সঙ্গে চলমান সংকট মোকাবেলায় কূটনৈতিক পথ সবসময়ই সমাধানের অংশ হতে পারে।' যুক্তরাষ্ট্র যদি এ যুদ্ধে সরাসরি জড়িত না হয়—এমন প্রশ্নে হারজগ দৃঢ়ভাবে বলেন, "আমরা জানি কী করতে হবে। অতীতেই আমরা দেখিয়েছি যে, কিভাবে সঠিক সময়ে পদক্ষেপ নিতে হয়।"

খামেনির ভিডিও যেখানে শক্তির প্রকাশ এবং প্রতিশোধের বার্তা দিচ্ছে, সেখানে হারজগের কণ্ঠে কিছুটা শান্তির আশা ও কূটনীতির পরোক্ষ আহ্বান লক্ষ করা যাচ্ছে। এই দুই বিপরীত সুর মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও কূটনীতির দ্বন্দ্বকে আরও জটিল করে তুলেছে।

 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!