গত তিন রাতের মধ্যে সবচেয়ে কম ক্ষেপনাস্ত্র ছুঁড়ল ইরান?

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

টাইমস অব ইসরায়েল-এর বরাতে জানা গেছে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে, গতরাতে ইরান থেকে ১০টিরও কম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো তিন দফায় ছোঁড়া হয়—রাত ১২টা, ভোর ৩:৩০ এবং ৪:৩০টার দিকে—যার লক্ষ্য ছিল ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল। তবে কোনো শহুরে এলাকায় বিস্ফোরণ বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে এখনো ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

যদি তথ্যটি নিশ্চিত হয়, তবে এটি হবে গত তিন রাতের তুলনায় বড় ধরনের হ্রাস, যেখানে ইরান অসংখ্য ক্ষেপণাস্ত্র ছুঁড়ে অন্তত ২৪ জনকে হত্যা করে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে।


সর্বশেষ সংবাদ