তেহরানের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইসরায়েলের
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৫:৫০ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৮:২৫ PM
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তেহরানের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে। সোমবার এক সংবাদ সম্মেলনে আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এ দাবি জানান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও টাইমস অব ইসরায়েল এই খবর প্রকাশ করেছে।
আইডিএফ মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা তেহরানের আকাশে সম্পূর্ণ বিমান নিয়ন্ত্রণ স্থাপন করেছি।’ তিনি আরও বলেন, ‘ইরানের এক-তৃতীয়াংশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছি এবং তাদের বেশিরভাগ হামলার পরিকল্পনা ব্যাহত করতে সক্ষম হয়েছি।’
ডেফরিন বলেন, রবিবার রাত এবং সোমবার ভোরে ইরান থেকে ইসরায়েলের দিকে ৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ডজনখানেক ড্রোন নিক্ষেপ করা হয়। এর মধ্যে বেশিরভাগই মাঝপথে ভূপাতিত হলেও তিনটি ক্ষেপণাস্ত্রের আঘাতে আটজন নিহত হয়েছেন।
আইডিএফ দাবি করেছে, ইরান ওই রাতে আরও অনেক বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিকল্পনা করেছিল, তবে ইসরায়েলি বিমানবাহিনী আগেভাগেই ইরানের ২০টি ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে হামলা চালিয়েছিল, যেগুলো তখনও ছোড়া হয়নি।
আইডিএফ জানায়, প্রায় ৫০টি যুদ্ধবিমান ও ড্রোন একযোগে অভিযান চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র গুদাম, নিয়ন্ত্রণকেন্দ্র ও সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে বেশিরভাগই ইরানের ইস্পাহান শহরে ছিল, যেখানে শতাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা করা হয়।
এই সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ১২০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে, যা ইরানের মোট লঞ্চারের এক-তৃতীয়াংশ বলে ধারণা করা হচ্ছে। তবে, ইরান এখনও এসব দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।