জার্মানিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া বাংলাদেশি ছাত্রের মরদেহ উদ্ধার

জার্মানিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী মোহাম্মদ ইফতেখার হোসেন মিয়া প্রীতম
জার্মানিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী মোহাম্মদ ইফতেখার হোসেন মিয়া প্রীতম  © সংগৃহীত

জার্মানিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া মোহাম্মদ ইফতেখার হোসেন মিয়া প্রীতম (২৮) নামের এক বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। গত ৬ জুন তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত প্রীতম বার্লিনের প্রতিবেশী অঙ্গরাজ্য ব্রান্ডেনবুর্গের টেকনিক্যাল হাইস্কুল ভিলডাউতে স্নাতক (ডিগ্রী) ষষ্ঠ শিক্ষাবর্ষেরঅধ্যয়নরত ছিলেন। প্রীতমের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলায়। তিনি নোয়াখালী জিলা স্কুল ও নোয়াখালী গভর্নমেন্ট কলেজ থেকে শিক্ষাজীবনের শুরুর ধাপ অতিক্রম করেন।

বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর উলরিকে টিপে, ফ্যাকাল্টি অব বিজনেস, কম্পিউটিং অ্যান্ড ল ডিপার্টমেন্টের ডিন প্রফেসর ক্রিস্টিয়ান মুইলার জানান, প্রীতম ইউরোপিয়ান বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক ডিগ্রির মেধাবী একজন ছাত্র ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশে থাকা স্ত্রী ও পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তার মৃত্যুর কারন স্পষ্টভাবে জানা না গেলেও স্থানীয় পুলিশ ও বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীসহ তার পরিচিত কয়েকজন প্রবাসীর ধারণা, অত্যন্ত বিনয়ী ও সহজ সরল প্রীতম জার্মানিতে আসার পর থেকেই প্রচন্ড হতাশাগ্রস্ত ছিলেন। পড়াশোনার পাশাপাশি বার্লিন ও ব্রান্ডেনবুর্গে খণ্ডকালীন চাকরি জোগাড় করতে না পারা, পারিবারিক চাপ সামলাতে না পারা, অর্থনৈতিক সংকট ও একাকীত্বের কারণে প্রীতম আত্মহননের পথ বেছে নিয়েছেন। তবে ব্রান্ডেনবুর্গ অঙ্গরাজ্যের পুলিশের অপরাধ দমন বিভাগ তার মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্ত করছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে প্রীতমের মৃত্যুতে সবাই যাতে শোক জানাতে পারে সেজন্য বিশ্ববিদ্যালয়টির লাইব্রেরির প্রথম তলায় ১০ নম্বর হলে একটি শোক বই রাখা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি মাসের শেষ দিকে শোক বইটি প্রীতমের পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। 

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence