‘মরে যাও না কেন?’ স্বামীর কথা শুনে অতঃপর...

মৃত আমরিন জাহান
মৃত আমরিন জাহান  © সংগৃহীত

সংসারে ছিল নিত্য অশান্তি। শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন তরুণী। স্বামী দূরে বেঙ্গালুরুতে থাকতেন। ফোনে তাকে অভিযোগ জানাতেন স্ত্রী। একসময় বিরক্ত হয়ে স্বামী বলেছিলেন, “তুমি মরে যাও না কেন?” — এরপরই আত্মহত্যা করেন ওই তরুণী। 

মোবাইলের ক্যামেরা চালু রেখেই আত্মহত্যা করেন তিনি। সেই ভিডিওতেই নিজের মৃত্যুর আগ মুহূর্তে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ জানান।

মৃত তরুণীর নাম আমরিন জাহান। ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা তিনি। বয়স মাত্র ২৩ বছর। চার মাস আগে তার বিয়ে হয়। স্বামী কাজের সূত্রে বেঙ্গালুরুতে থাকেন। অভিযোগ, কিছুদিন আগে আমরিনের গর্ভপাত হয়েছিল। এরপর থেকেই শ্বশুর ও ননদের নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। তাকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হতো বলে জানিয়েছেন আমরিন।

মৃত্যুর আগে ধারণ করা ভিডিও বার্তায় আমরিন বলেন,‘ওরা আমাকে খাওয়াদাওয়া নিয়ে কথা শোনায়। কখনো কখনো আমার ঘরের আলো আর পাখা বন্ধ করে দেয়। আমার এই মৃত্যুর জন্য আমার শ্বশুর আর ননদ দায়ী। স্বামীও কিছুটা দায়ী। সে ভাবে সব দোষ আমার। কিছুই বোঝে না। সে জিজ্ঞেস করেছে, আমি কেন মরছি না। এইসব আর সহ্য করতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘আমি কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলাম। তখন আমার চিকিৎসার জন্য যে টাকা খরচ হয়েছে, তা-ও আমাকে ফেরত দিতে বলা হয়েছে। আমি জানি না, মরে যাওয়ার পর কী হবে। কিন্তু এখন যেভাবে আছি, তার চেয়ে মৃত্যু অনেক ভালো।’

আমরিনের বাবা তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, মৃত্যুর আগের রাতে কন্যা তাকে ফোন করে কাঁদছিলেন। পরদিন সকালে শ্বশুরবাড়িতে গিয়ে দেখেন, কন্যার মৃত্যু হয়েছে।

পুলিশ ইতোমধ্যে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।


সর্বশেষ সংবাদ