কান্নাজড়িত কণ্ঠে ইসরায়েলকে ‘দয়া’ দেখাতে আহ্বান ডব্লিউএইচও প্রধানের

ট্রেড্রোস আধানম গেব্রিয়াসুস
ট্রেড্রোস আধানম গেব্রিয়াসুস  © সংগৃহীত

গাজায় চলমান মানবিক বিপর্যয়ে কান্না চেপে রেখে ইসরায়েলকে দয়া ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মহাপরিচালক ট্রেড্রোস আধানম গেব্রিয়াসুস। তিনি বলেন, গাজায় গণহত্যা ও ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করা এখন জরুরি, এবং শান্তিই ইসরায়েলের প্রকৃত স্বার্থ রক্ষা করতে পারে।

বৃহস্পতিবার (২২ মে) জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে এক আবেগঘন বক্তব্যে গেব্রিয়াসুস বলেন, ‘গণহত্যা ও যুদ্ধ ইসরায়েলকেই ক্ষতিগ্রস্ত করছে। এটি কোনো স্থায়ী সমাধান নয়।’

ইথিওপিয়ার গৃহযুদ্ধের সময়কার নিজের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি গাজার মানুষ এখন কী অনুভব করছেন। আমি সেই গন্ধ, সেই শব্দ আবারও অনুভব করছি। এটি আমার পিটিএসডির (পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার) কারণে।’

গেব্রিয়াসুস আরও বলেন, ‘খাবার ও চিকিৎসাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা অনৈতিক। গাজার মানুষ কী পরিমাণ কষ্টে আছে, তা কল্পনা করাও কঠিন।’

একই দিন জাতিসংঘ জানায়, তারা অবরুদ্ধ গাজায় ২ মার্চের পর প্রথমবারের মতো প্রায় ৯০টি ত্রাণবাহী ট্রাক পাঠাতে সক্ষম হয়েছে। তবে, ডব্লিউএইচও প্রধান মনে করেন, শুধু মানবিক সহায়তা নয়— টেকসই শান্তির জন্য প্রয়োজন রাজনৈতিক সমাধান।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজাবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ