গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত আরও ৪০

১১ এপ্রিল ২০২৫, ০৮:২৫ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৫ AM
ইসরায়েলি বাহিনীর হামলা

ইসরায়েলি বাহিনীর হামলা © সংগৃহীত

ফিলিস্তিনের গাজার অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনী নতুন করে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) হামলায় অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৪৬ জন আহত হয়েছেন। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর ফলে গত বছরের অক্টোবর মাস থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৮৮৬ জনে। খবর বার্তাসংস্থা আনাদোলুর

মন্ত্রণালয় আরও জানায়, নতুন করে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে মোট আহতের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৮৭৫ জন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, যেখানে উদ্ধারকর্মীদের পৌঁছানো সম্ভব হচ্ছে না।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে আসছে। ইসরায়েলের দাবি, হামাসের হামলায় ১,২০০ ইসরায়েলি নিহত ও ২৫০ জন জিম্মি হয়েছিল। জিম্মিদের উদ্ধার এবং হামাস নির্মূলে হামলা আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল।

তবে আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে, গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে গত মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ইসরায়েল পুনরায় বিমান হামলা শুরু করে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১ হাজার ৫২২ জন ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৮০০ জনের বেশি আহত হয়েছেন। এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে লঙ্ঘন করেছে।

জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলি হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য বহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬
ভর্তি কার্যক্রম শুরুর তারিখ জানাল রুয়েট
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক নেতাকর্মী
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ‘তারুণ্যের ভাবনায় নির্বাচনী ইশতেহার’ শীর্ষক ডায়ালগ অ…
  • ২৫ জানুয়ারি ২০২৬