শুল্ক বৃদ্ধিতে ভারত থেকে ১৫ লাখ আইফোন যুক্তরাষ্ট্রে নিচ্ছে অ্যাপল

১০ এপ্রিল ২০২৫, ০৫:৪০ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৮ AM

© সংগৃহীত

ভারত থেকে ৬০০ টন বা ১৫ লাখ আইফোন যুক্তরাষ্ট্রে নিয়েছে অ্যাপল। ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা অতিরিক্ত শুল্ক এড়াতে উৎপাদন বাড়িয়ে ভারত থেকে চার্টার্ড কার্গো ফ্লাইটে করে আইফোনগুলো নেওয়া হয়। সংবাদমাধ্যম রয়টার্সকে একটি সূত্র এ তথ্য জানিয়েছে। 

যুক্তরাষ্ট্র ভারতের ওপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা চীনের তুলনায় অনেক কম। তবে, চীন বাদে অন্যান্য সব দেশের ওপর আরোপ করা অতিরিক্ত শুল্ক স্থগিত করা হয়েছে।

বিশ্লেষকরা সতর্ক করে জানিয়েছিলেন, শুল্ক বাড়লে যুক্তরাষ্ট্রে আইফোনের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যেতে পারে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, অ্যাপল মূলত শুল্ক এড়াতে চেয়েছে। এর ফলে এই পদক্ষেপ নিয়েছে।

একজন ভারতীয় সরকারি কর্মকর্তা জানিয়েছেন, মার্চ মাস থেকে ১০০ টন ধারণক্ষমতার প্রায় ছয়টি কার্গো ফ্লাইটে ফোনগুলো নেওয়া হয়। এই সপ্তাহে নতুন শুল্ক আরোপের ঠিক আগে একটি ফ্লাইট যায়। 

রয়টার্সের হিসাব অনুযায়ী, একটি আইফোন ১৪ এবং তার চার্জিং ক্যাবলের প্যাকেজের মোট ওজন প্রায় ৩৫০ গ্রাম, অর্থাৎ ৬০০ টনের মোট কার্গোতে প্রায় ১৫ লাখ আইফোন রয়েছে।

চীনা পণ্যে নতুন করে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, বিশ্ব বাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি তাদের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দিচ্ছি। এটি এখন থেকেই কার্যকর হবে। অদূর ভবিষ্যতে চীন হয়ত এটা বুঝতে সক্ষম হবে যে, তাদের অন্য দেশগুলো ও আমেরিকার ক্ষতি করার দিন শেষ হয়ে এসেছে।

ঢাবিতে তরুণদের কানে ধরিয়ে উঠবস করানোর কারণ জানালেন সর্ব মিত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘সাদ্দামের লগে কী করছস’ বলে বাগেরহাটের ডিসি-এসপিকে হুমকি
  • ২৬ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
আ.লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, ৩ এসআই আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬