ইসরায়েলকে পছন্দ করেন না অধিকাংশ মার্কিনি: পিউ রিসার্চ জরিপ

১০ এপ্রিল ২০২৫, ০১:৪৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:১৩ PM

© সংগৃহীত

ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা বাড়ছে মার্কিন জনগণের মধ্যে। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক এখন ইসরায়েলকে নেতিবাচকভাবে দেখছেন। ধারণা করা হচ্ছে, গাজায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক আগ্রাসনই এই মনোভাব পরিবর্তনের প্রধান কারণ।

গত মঙ্গলবার প্রকাশিত জরিপের তথ্যমতে, বর্তমানে ৫৩ শতাংশ মার্কিন নাগরিক ইসরায়েল সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। তুলনামূলকভাবে ২০২২ সালের মার্চে পরিচালিত এক জরিপে এই হার ছিল ৪২ শতাংশ। ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর গাজায় ইসরায়েলি অভিযানের প্রেক্ষাপটেই এই পরিবর্তন ঘটেছে।

জরিপ অনুযায়ী, ইসরায়েল বিষয়ে ডেমোক্র্যাটদের নেতিবাচক মনোভাব রিপাবলিকানদের চেয়ে বেশি। বর্তমানে ৬৯ শতাংশ ডেমোক্র্যাট এবং ৩৭ শতাংশ রিপাবলিকান নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। ২০২২ সালের তুলনায় ডেমোক্র্যাটদের এই হার ১৬ শতাংশ বেড়েছে, আর গাজা যুদ্ধের পর তা আরও স্পষ্ট হয়েছে।

বয়সের বিচারে দেখা গেছে, ৫০ বছরের কম বয়সী রিপাবলিকানদের মধ্যেও ইসরায়েল সম্পর্কে বিরূপ মনোভাব বাড়ছে। এই শ্রেণির প্রায় ৫০ শতাংশ এখন ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছেন।

পিউ রিসার্চ আরও জানায়, সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন ইহুদিদের সঙ্গে ইসরায়েলের দূরত্ব বেড়েছে, যা গাজা যুদ্ধ শুরুর পর আরও বৃদ্ধি পেয়েছে। তা সত্ত্বেও, এখনো অন্তত ৭৩ শতাংশ মার্কিন ইহুদি ইসরায়েলের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। শ্বেতাঙ্গ ধর্মপ্রচারকদের মধ্যে এই হার ৭২ শতাংশ।

অন্যদিকে, শ্বেতাঙ্গ প্রোটেস্ট্যান্টদের মধ্যে ৫০ শতাংশ এবং ক্যাথলিকদের মধ্যে ৫৩ শতাংশ ইসরায়েলের বিষয়ে নেতিবাচক মতামত দিয়েছেন। মার্কিন মুসলিমদের মধ্যে এই হার সবচেয়ে বেশি—জরিপ অনুযায়ী, ৮১ শতাংশ মুসলিম ইসরায়েলের বিরোধিতা করেছেন, আর ১৯ শতাংশ সমর্থন জানিয়েছেন।

এই জরিপে আরও দেখা গেছে, ১৮ থেকে ৪৯ বছর বয়সী রিপাবলিকান ছাড়া বাকি প্রায় সব শ্রেণির মার্কিন নাগরিক মনে করেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ।

ট্যাগ: ইসরায়েল
আর্মড ফোর্সেস মেডিকেলে নার্সিংয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২৬ জানুয়ারি ২০২৬
৮ ব্যাংকের ‘অফিসার’ নিয়োগ পরীক্ষার তারিখ ও আসনবিন্যাস প্রক…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঘুষ নেওয়ার অভিযোগে ওসি-এসআইকে কান ধরে উঠবস করালেন জনতা
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা, না মানলে মনোনয়ন বাতিল
  • ২৬ জানুয়ারি ২০২৬
জবিতে বৃত্তির দাবিতে ভবনে তালা, রাতভর অবরুদ্ধ ভিসিসহ ৩০ কর্…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ফিলিপাইনে ৩৪২ জন আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত ১৫
  • ২৬ জানুয়ারি ২০২৬