ব্রিটিশ দুই এমপিকে ঢুকতে দিল না ইসরায়েল

ব্রিটিশ দুই এমপি আবতিসাম মোহাম্মদ ও  ইউয়ান ইয়াং
ব্রিটিশ দুই এমপি আবতিসাম মোহাম্মদ ও  ইউয়ান ইয়াং  © সংগৃহীত
পার্লামেন্টের অফিসিয়াল সফরে গিয়ে ইসরায়েলে প্রবেশের অনুমতি পাননি ব্রিটিশ দুই এমপি। জিজ্ঞাসাবাদ শেষে বিমানবন্দর থেকেই দুই সহকারীসহ ইসরায়েলের অভিবাসন ও জনসংখ্যা কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠিয়ে দেয়।
 
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, লুটন থেকে বিমানে করে বেন গুরিয়ন বিমানবন্দরে শনিবার (৫ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে অবতরণ করেন দুই এমপি, ইউয়ান ইয়াং ও আবতিসাম মোহাম্মদ। সঙ্গে ছিলেন তাদের দুই সহকারী।
 
বিমানবন্দরে নিরাপত্তা জিজ্ঞাসাবাদে তারা দাবি করেন, তারা ব্রিটিশ পার্লামেন্টের একটি অফিসিয়াল প্রতিনিধি দলের অংশ হিসেবে ইসরায়েল সফরে এসেছেন। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, এ ধরনের কোনো প্রতিনিধি দলের সফরের অনুমোদন তাদের কাছে ছিল না।
 
ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, তাদের সফরের উদ্দেশ্য ছিল ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং ‘ইসরায়েলবিরোধী ঘৃণার’ প্রচার। এরপরই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোশে আর্বেল চারজনেরই প্রবেশ বাতিল করে তাদের ফেরত পাঠানোর নির্দেশ দেন।
 
 
এদিকে দুই এমপিকে ইসরায়েলে প্রবেশের বাধা দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য, উল্টো ফলদায়ক ও গভীরভাবে উদ্বেগজনক।
 
তিনি বলেন, ‘ব্রিটিশ দুজন এমপি যখন পার্লামেন্টের প্রতিনিধি দলের অংশ হিসেবে ইসরায়েল সফরে যান, তখন তাদের আটকানো এবং প্রবেশে বাধা দেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে আমাদের অসন্তোষ স্পষ্টভাবে জানিয়েছি এবং দুজন এমপির সঙ্গেই যোগাযোগ রাখছি।’

সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence