সত্য হল আশঙ্কা, ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

০২ এপ্রিল ২০২৫, ১০:০১ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০০ PM
এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি

এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি © প্রতীকী ছবি

মায়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পর এখনও এক সপ্তাহ কাটেনি। এবার তীব্র কম্পনে কেঁপে উঠল জাপান। দেশটিতে ভূমিকম্পে কেঁপে উঠতে পারে, সেই আশঙ্কা ছিলই। সেই মতো আগে থেকেই সতর্কবার্তা জারি করা হয়। 

আর আশঙ্কা সত্যি করেই ভূমিকম্প হল জাপানে। বাংলাদেশ সময় অনুযায়ী, আজ বুধবার রাত ৮টার পর কম্পন অনুভূত হয় জাপানে। কিয়ুশু থেকে ৬ মাত্রার এই ভূমিকম্প ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।

জাপানের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূগর্ভের ৩০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। ৩১.৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১৩১.৪৭ ডিগ্রি দ্রাঘিমাংশ অঞ্চল থেকে কম্পন ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি, ক্ষয়ক্ষতির খতিয়ানও সামনে আসেনি এখনও পর্যন্ত।

সম্প্রতি মায়ানমার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে। সেই বিপর্যয়ের রেশ এখনও কাটেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত, মৃতের সংখ্য়া ৩০০০ ছুঁতে চলেছে। সেই রেশ থাইল্যান্ড এবং চীনেও পড়ে। কেঁপে ওঠে জাপানও। আর সেই আবহেই অশনি সঙ্কেত দেখতে শুরু করেছিল জাপান। 

জাপান সরকার আশঙ্কা প্রকাশ করে জানায়, ৯.১ তীব্র তীব্রতায় কেঁপে উঠতে পারে জাপান। তাতে প্রায় ৩ লক্ষ মানুষের প্রাণহানি হতে পারে। সাধারণ ভূমিকম্প নয়, মহাভূমিকম্প জাপানে আছড়ে পড়তে পারে বলে জানানো হয়েছিল।

দ্রব্যমূল্য কমাতে ৩ পদক্ষেপের কথা জানালেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
লেভেল প্লেয়িং ফিল্ড অবশ্যই আছে: ইসি সচিব
  • ২৬ জানুয়ারি ২০২৬
ট্রেনে কাটা পড়ে মা’সহ দুই সন্তানের মৃত্যু
  • ২৬ জানুয়ারি ২০২৬
আইসিসির বৈঠকে মেজাজ হারিয়েছিলেন বুলবুল
  • ২৬ জানুয়ারি ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন ৫৫ হাজার ৪৫৪ দেশি পর্যবেক্ষক, ব…
  • ২৬ জানুয়ারি ২০২৬