যে কারণে ভারত ও পাকিস্তান সীমান্তে গোলাগুলি

০২ এপ্রিল ২০২৫, ০৩:১৪ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৩ PM

© সংগৃহীত

পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাঁটি সেক্টরে পাকিস্তানি বাহিনীর অনুপ্রবেশের সময় একটি মাইন বিস্ফোরিত হয়। এরপরই পাকিস্তানের সেনারা বিনা উসকানিতে গুলি চালায় এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে। পাকিস্তানি সেনাদের দায়ী করে ভারতের সেনাবাহিনী এক বিবৃতিতে এমনটা দাবি করে জানিয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। যদিও এনডিটিভির এই প্রতিবেদনে অপর পক্ষের কারও কোনো বক্তব্যও নেই।

তারা আরও দাবি করে, গত মঙ্গলবার (১ এপ্রিল) নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর অনুপ্রবেশের কারণে কৃষ্ণা ঘাটি সেক্টরে একটি মাইন বিস্ফোরণ ঘটে। এরপর পাকিস্তানি সেনাবাহিনী বিনা উসকানিতে গুলি চালায় এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে।

এক ভারতীয় সেনা কর্মকর্তা জানান, পাকিস্তানের এই আক্রমণের পর পরিকল্পিত ও নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতীয় বাহিনী।

তিনি বলেন, ‘পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছি।’

এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ভারতীয় সেনাবাহিনী নিশ্চিত করেছে। তবে, তারা দুই দেশের সামরিক বোঝাপড়া ও চুক্তিগুলো মেনে চলার আহ্বান জানিয়েছে, যাতে নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় থাকে।

উল্লেখ্য, ২০২১ সালে ভারত ও পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা আলোচনার মাধ্যমে সীমান্ত সংঘাত কমানোর বিষয়ে একমত হয়েছিলেন। উভয় পক্ষ যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছিল। 

সাম্প্রতিক এই হামলা সেই চুক্তিকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে, যা সীমান্ত উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।

ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হবে এবং ভবিষ্যতে এমন অনুপ্রবেশের কঠোর জবাব দেওয়া হবে। ভারতের এক সাবেক সেনা কর্মকর্তা বলেন, 'নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় রাখা ভারতের অন্যতম অগ্রাধিকার। তবে, পাকিস্তান যদি উসকানি দিতে থাকে, তাহলে ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।' 

কুবির শিক্ষার্থীদের জন্য যুক্ত হচ্ছে ৩টি নতুন নীল বাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
নিঃশর্ত ক্ষমা চাইলেন ডাকসু সদস্য সর্ব মিত্র চাকমা
  • ২৬ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় বাংলাদেশ রাউন্ডে চ্যাম্প…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নেবে রিলেশনশিপ অফিসার, আবেদন শে…
  • ২৬ জানুয়ারি ২০২৬
গুঞ্জনের অবসান ঘটিয়ে রেফারি প্রশিক্ষণ কর্মসূচিতে বিসিবি সভা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
হাসনাতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এক প্রার্থী
  • ২৬ জানুয়ারি ২০২৬