ভাইরাল ‘ছুটন্ত খাট’— অদ্ভুত যান তৈরির আইডিয়া কীভাবে এলো জানালেন যুবক

ভাইরাল ‘ছুটন্ত খাট’
ভাইরাল ‘ছুটন্ত খাট’  © সংগৃহীত

ছুটন্ত খাটের দু’দিকে রয়েছে দুটি লুকিং গ্লাস, আর গাড়ির আসনে গদি-তোশক। সেই খাটের উপর আয়েশ করে বসে (কখনও কখনও দাঁড়িয়ে) বিভিন্ন রকম ভঙ্গিতে পোজ দিচ্ছেন এক যুবক। মাঝেমধ্যে তিনিই বসে পড়ছেন স্টিয়ারিংয়ে। নিয়ন্ত্রণ করছেন খাটের গতি। গাড়ি-বাইককে পাশ কাটিয়ে ছুটে চলেছে খাট— এ দৃশ্য দেখতে রাস্তার দু’ধারে দাঁড়িয়ে পড়ছেন কৌতূহলীরা।

এমনই একটি ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল পড়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। জানা গেছে, ছুটন্ত ওই খাটটি বানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ডোমকল শম্ভুনগর এলাকার বাসিন্দা জনৈক নবাব শেখ।

কীভাবে এবং কেন এমন অদ্ভুত যান তৈরি করলেন? লাজুক স্বরে ডোমকলের নবাবের জবাব, ‘নদীর পারে সন্ধ্যায় বসেছিলাম। প্রেমিকা বলল, এত সুন্দর পরিবেশ, খাট থাকলে এখানেই ঘুমোতাম। এনে তো দিতে পারবি না? পারবি কি আমার জন্য?’ সেটাই চ্যালেঞ্জ হিসাবে নিলাম। ওর আবদার বলে কথা। তাই বানিয়েই ফেললাম।

বছর সাতাশের নবাব ঈদের দিন চলমান এই খাট নিয়ে ঈদের দিন মুর্শিদাবাদের ডোমকল, রানিনগরসহ আশেপাশের এলাকায় বেশ কিছুক্ষণ ঘোরার পর ওই চলমান গাড়ি-খাট রাস্তায় যানজট তৈরি করছে। এই কারণে পুলিশের পক্ষ থেকে তাকে তার 'বাহন' নিয়ে আপাতত রাস্তায় বের হতে নিষেধ করা হয়েছে।

নবাব জানাচ্ছেন, ‘খাটটিকে চলমান করতে ব্যবহার করেছেন ৮০০ সিসির একটি ইঞ্জিন। তার দাবি, এটি একটি প্রোটোটাইপ। মানুষের ভাল লাগে কিনা বুঝতে ঈদের দিন রাস্তায় নামিয়েছিলাম। কাজ শেষ করতে আরও কয়েক মাস লাগবে।’

নবাবের দাবি, ‘ছোটবেলা থেকে আমি পড়াশোনা করিনি। প্রথম শ্রেণি পর্যন্ত পড়ার পর আর স্কুলে যাওয়ার সুযোগ হয়নি। কিন্তু বিখ্যাত হওয়ার শখ আমার বরাবরই ছিল। সেই কারণে কয়েকজন বন্ধুদের সঙ্গে চলন্ত গাড়ি-খাট তৈরি করার পরিকল্পনা করি। প্রায় দেড় বছরের পরিশ্রমে এই যান আমি তৈরি করতে পেরেছিলাম।’

চার চাকা বিশিষ্ট এই গাড়ি-খাটে শোওয়ার ব্যবস্থা রয়েছে। সামনে রয়েছে 'লুকিং গ্লাস'। খাটের নিচের অংশে রয়েছে গাড়ির যাবতীয় কলকব্জা।

তিনি বলেন, ‘আমার কাকার দোকান থেকে কাঠের ফার্নিচার এবং কয়েকজন বন্ধুর সহযোগিতা নিয়ে লেদ মেশিনে বিভিন্ন যন্ত্রাংশ কিছু পরিবর্তন করে প্রায় ২.১৫ লাখ টাকা খরচ করে এই গাড়ি-খাট তৈরি করেছি। কিন্তু ঈদের দিন বের হওয়ার পর একদিকে যেমন প্রশাসনের তরফ থেকে এই গাড়ি-খাট নিয়ে আমাকে বড় রাস্তায় বার হতে বারণ করা হয়েছে তেমনি ওই ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করার পর সেখানেও আমার বিরুদ্ধে কপিরাইট কেস দেওয়া হয়েছে।’


সর্বশেষ সংবাদ