কোন দেশে কবে ঈদ, দেখুন সরাসরি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৬:০৬ PM , আপডেট: ২৯ মার্চ ২০২৫, ০৬:৫২ PM

অস্ট্রেলিয়া ও ব্রুনাইয়ের পর পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শনিবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়া সোমবার আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতর পালন করবে। আগামীকাল রবিবার (৩০ মার্চ) খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
এবার ঈদুল ফিতর কবে পালিত হবে সেটা সর্বপ্রথম ঘোষণা করেছে প্রাচ্যের দেশ অস্ট্রেলিয়া। রোজার তারিখও দেশটি সবার আগে ঘোষণা করেছিল। আজ অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ঈদের তারিখ ঘোষণা করেছে বলে জানিয়েছে খালিজ টাইমস। অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে ঈদের ঘোষণা দিয়েছে ব্রুনাই।
এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ সন্ধ্যার পর ঈদের চাঁদের অনুসন্ধান করা হবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মুসলিম বিশ্বের সব দেশের মানুষকে চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। তবে জ্যোতির্বিদরা বলছেন, আজ মুসলিম বিশ্বে চাঁদ দেখা অসম্ভব।
অনেক মুসলিম দেশ সৌদি আরবের সঙ্গে একই দিন পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনের প্রত্যাশা করছে। আবার অনেক দেশ আগামীকাল রবিবার চাঁদ দেখা সাপেক্ষে সোমবার (৩১ মার্চ) ঈদ উদ্যাপনের ঘোষণা দিতে পারে।
সাধারণত প্রতি বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের পরদিন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। তবে এবার ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। সৌদি আরবে এবার রোজা ৩০টি পূরণ হলেও বাংলাদেশে ২৯টি রোজা হতে পারে।
তবে ঈদুল ফিতরের সিদ্ধান্ত নির্ভর করে চাঁদ দেখার ওপর। আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। সেখানেই সিদ্ধান্ত হবে দেশে কবে উদযাপিত হবে ঈদ।
ইন্দোনেশিয়ায়ও সোমবার ঈদুল ফিতর
আজ শনিবার শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ার ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী সোমবার দেশটিতে ঈদুল ফিতর পালিত হবে। খবর গালফ নিউজের।