৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন

১২ মার্চ ২০২৫, ০৮:১৬ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে ‘শান্তি’ আলোচনা

সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে ‘শান্তি’ আলোচনা © সংগৃহীত

রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। তারা বলেছে, রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতি মেনে নিতে প্রস্তুত ইউক্রেন। সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, সৌদি আরবে একদিনের মার্কিন-ইউক্রেন আলোচনার পর, ইউক্রেন জানিয়েছে— তারা রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতিতে তাৎক্ষণিকভাবে যেতে রাজি আছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তিনি রাশিয়ার কাছে এই প্রস্তাবটি উপস্থাপন করবেন এবং (পরবর্তী সিদ্ধান্তের ব্যাপারে) ‘বল এখন তাদের কোর্টে’। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘ইতিবাচক’ প্রস্তাবে সম্মত হওয়ার জন্য রাশিয়াকে রাজি করানোর কাজটা এখন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে।

সম্প্রতি ওভাল অফিসে জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নজিরবিহীন বাক্যবিনিময়ের পর সৌদি আরবের লোহিত সাগরের তীরবর্তী শহর জেদ্দায় মঙ্গলবার অনুষ্ঠিত এই আলোচনা ছিল দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র আরও বলেছে, তারা অবিলম্বে ইউক্রেনে সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং নিরাপত্তা সহায়তা পুনরায় চালু করবে। ট্রাম্প-জেলেনস্কির বাকবিতণ্ডায় পূর্ণ অভূতপূর্ব  বৈঠকের পর এগুলো স্থগিত করেছিল ওয়াশিংটন।

মার্কিন-ইউক্রেন বিবৃতিতে বলা হয়েছে, “উভয় প্রতিনিধিদল তাদের আলোচনাকারী দলের নাম ঘোষণা করতে এবং ইউক্রেনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করে এমন একটি স্থায়ী শান্তির জন্য অবিলম্বে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে।”

বৈঠকের পর মঙ্গলবার গভীর রাতে জেদ্দায় এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও আশা প্রকাশ করেন, রাশিয়া এই প্রস্তাব গ্রহণ করবে। তিনি বলেন, ইউক্রেন “গুলিবর্ষণ বন্ধ করে আলোচনা করতে প্রস্তুত” এবং যদি রাশিয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে “তাহলে আমরা দুর্ভাগ্যবশত জানতে পারব এখানে শান্তির পথে বাধা কী”।

তিনি আরও বলেন, “আজ আমরা একটি প্রস্তাব দিয়েছি যা ইউক্রেনীয়রা গ্রহণ করেছে, আর তা হলো— যুদ্ধবিরতিতে প্রবেশ করা এবং তাৎক্ষণিক আলোচনায় অংশ নেওয়া। আমরা এখন রাশিয়ানদের কাছে এই প্রস্তাবটি নিয়ে যাব এবং আমরা আশা করি তারা শান্তি অর্জনের বিষয়ে হ্যাঁ বলবে। বল এখন তাদের কোর্টে।”

এদিকে জেদ্দায় “গঠনমূলক” আলোচনার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়াকে হয় “যুদ্ধ বন্ধ করতে হবে বা যুদ্ধ চালিয়ে যেতে তার ইচ্ছা প্রকাশ করতে হবে। এখন পূর্ণ সত্য প্রকাশের সময় এসেছে।”

অবশ্য এই বিষয়ে রাশিয়া এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে মঙ্গলবার ক্রেমলিন বলেছিল, আলোচনার ফলাফল সম্পর্কে ওয়াশিংটনের কাছ থেকে ব্রিফ পাওয়ার পর তারা এই বিষয়ে একটি বিবৃতি জারি করবে।

নতুন প্রোগ্রাম চালুর পরিকল্পনা বিসিবির
  • ১১ জানুয়ারি ২০২৬
জাপা ও এনডিএফ প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ কেন অবৈধ নয়: হ…
  • ১১ জানুয়ারি ২০২৬
রিটার্নিং কর্মকর্তাদের নিষ্ক্রিয়তার পেছনে মব ভয় কাজ করছে: জ…
  • ১১ জানুয়ারি ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪০, আ…
  • ১১ জানুয়ারি ২০২৬
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে স্কুলছাত্রী নিহত
  • ১১ জানুয়ারি ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা ইসির
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9