বুকের ওপর বসে স্ত্রী রক্ত পান করেন, অফিসে দেরির কারণ প্রসঙ্গে পুলিশ সদস্য

০৬ মার্চ ২০২৫, ০৪:১৬ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM

© সংগৃহীত

অফিসে দেরিতে পৌঁছানো ও কর্মে অবহেলার কারণ দর্শানোর নোটিশের প্রেক্ষিতে এক পুলিশ সদস্য জানিয়েছেন , তিনি রাতে স্বপ্নে দেখেন তাঁর স্ত্রী বুকের ওপর বসে রক্ত খাচ্ছেন। যে কারণে তাঁর ঘুম হয় না। সেই কারণে ডিউটিতে আসতে দেরি হয়েছে। এ উত্তর দেখে অবাক হয়েছে কর্তৃপক্ষও। এই চিঠি রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।   

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। স্থানীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রদেশটির এক কনস্টেবলকে কাজে দেরিতে আসার কারণ জানতে চাওয়া হয়। ১৭ ফেব্রুয়ারি ওই কারণ দর্শানোর নোটিশটি জারি হয়েছিল।

অভিযোগ ছিল আগে জানিয়ে দেওয়ার পরও ওই কনস্টেবল দেরি করেছেন। পাশাপাশি, পোশাক না পরে থাকা, দাড়ি কামানো ছিল না কেন, তা-ও জানাতে বলা হয়েছিল। কনস্টেবল প্রায়শই কাজে আসতে দেরি করেন, সে কথাও উল্লেখ ছিল কারণ দর্শানোর নোটিশে। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে পুলিশকর্মী একথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সেই চিঠি। লাখ লাখ মানুষ তা শেয়ার করেছেন।

কনস্টেবল জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে তাঁর বিরোধ চলছে। ঘুমাতে গেলেই তিনি স্বপ্নে দেখেন, বুকের ওপর বসে তাঁর স্ত্রী রক্ত খাচ্ছেন। যে কারণে কনস্টেবল রাতে ঘুমাতে পারছিলেন না। যার জেরে ডিউটিতে আসতেও দেরি হচ্ছিল। এই উত্তর দেখে বিস্মিত হয়েছে কর্তৃপক্ষও।  

স্থানীয় পুলিশ কর্মকর্তা সত্যেন্দ্র প্যাটেল জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ওই কর্মীর যদি কোনো মনোবিদের প্রয়োজন পড়ে তাহলে তারা সেই ব্যবস্থা করবেন।

বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী
  • ২৭ জানুয়ারি ২০২৬
রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে একটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশী সাংবাদিকদের এক্রিডিটেশন দেয়নি আইসিসি
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬