কানাডার প্রাদেশিক নির্বাচনে তৃতীয়বারের মতো জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

০২ মার্চ ২০২৫, ০৮:৪২ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৬ PM
কানাডার প্রাদেশিক নির্বাচনে জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

কানাডার প্রাদেশিক নির্বাচনে জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম © সংগৃহীত

কানাডার প্রাদেশিক নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ৪২ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে স্কারবোরো সাউথওয়েস্টের এমপি নির্বাচিত হয়েছেন তিনি। এতে মৌলভীবাজার জেলায় তার নিজ গ্রামে বইছে খুশির জোয়ার। 

নির্বাচনে জয়লাভের পর ডলি বেগম ব‌লে‌ন, এই জয় পুরো দল এবং স্কারবোরোর জন্য। আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, যারা পুরো নির্বাচনজুড়ে এই কঠিন লড়াই জয় করতে পাশে ছিলেন।

অন্টারিও নিউ ডেমোক্র্যাটিক পার্টির সদস্য ডলি বেগম এ নিয়ে টানা তৃতীয়বারের মতো প্রাদেশিক আইনপ্রণেতার দায়িত্ব নিচ্ছেন। ২০১৮ সালে প্রথমবার প্রাদেশিক নির্বাচনে জয়ী হন তিনি। এরপর এ পর্যন্ত তৃতীয়বারের মতো জয়লাভ করলেন।

আরো পড়ুন: ঢাবি প্রশাসন আর স্বৈরাচারী হতে পারবে না, সেই ক্ষেত্রটা তৈরি করছি

ডলি বেগমের সাফল্যের ব্যাপারে তার চাচা এবং  মনুমুখ ইউনয়নের ওয়াপদা বোর্ড’র পরিচালক মো. মসিদুর আহমদ বলেন, ডলি বেগম আমার মেঝো ভাইয়ের বড় মেয়ে। সে এ নিয়ে টানা তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছে। তার এই অবিশ্বাস্য সাফল্যে আমরা গর্বিত। আমাদের পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার মানুষের মাঝেও বইছে আনন্দের জোয়ার। আমরা তার সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।

ডলি বেগম মৌলভীবাজার সদর উপজেলার মনূমূখ ইউনিয়নের সন্তান। পরিবারের সঙ্গে শৈশবে তিনি কানাডায় পাড়ি জমান। তার বেড়ে ওঠা অন্টারিওর স্কারবোরোতে। পরবর্তী সময়ে টরন্টোর ডব্লিউ এ পোর্টার কলেজিয়েট ইনস্টিটিউটে পড়াশোনা করেন। তিনি টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উন্নয়ন, প্রশাসন ও পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী
  • ২৭ জানুয়ারি ২০২৬
রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে একটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশী সাংবাদিকদের এক্রিডিটেশন দেয়নি আইসিসি
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬