পদত্যাগ করছেন জেলেনস্কি?

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
ভলোদিমির জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি © সংগৃহীত

ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতে পদত্যাগ করতে রাজি আছেন বলে জানান দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। সেই সাথে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের প্রবেশের বিনিময়ে ক্ষমতা ছাড়তে প্রস্তুত বলেও মন্তব্য করেছেন তিনি।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন জেলেনস্কি। খবর সিএনএন নিউজের।

সংবাদ সম্মেলনে জেলেনস্কিকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যদি ইউক্রেনের জন্য শান্তি নিশ্চিত করা হয়, তাহলে তিনি পদত্যাগ করতে প্রস্তুত কিনা। উত্তরে তিনি বলেন, ‘যদি সত্যিই আমার পদত্যাগের প্রয়োজন হয়, তাহলে আমি প্রস্তুত।’

চলতি মাসের শুরুতে, কিয়েভের ন্যাটোতে যোগদান অবাস্তব বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে ২০২২ সালে রাশিয়ার আক্রমণের জন্য ইউক্রেনই দায়ী। ইউক্রেনের প্রেসিডেন্টের জনপ্রিয়তা তলানিতে পৌঁছেছে। মেয়াদ শেষের ৯ মাস পরও নির্বাচন না দেয়ার সমালোচনা করেন তিনি।

এরপর পাল্টা বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভুয়া তথ্যের রাজ্যে বাস করছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রবিবার ছিল ইউক্রেন যুদ্ধের তৃতীয় বছর। সাংবাদিক বৈঠকে জেলেনস্কি বলেছেন, ‘আমেরিকাকে বুঝতে হবে যে, ইউক্রেনের নিরাপত্তা প্রয়োজন। ইউক্রেনকে বাঁচানোর জন্য অ্যামেরিকার সাহায্য গুরুত্বপূর্ণ।’ জেলেনস্কির দাবি, আমেরিকা তার বদলে ইউক্রেনের কাছ থেকে প্রাকৃতিক সম্পদ নেয়। এটাই দুই দেশের চুক্তি। বস্তুত, ট্রাম্পের প্রতিনিধি সম্প্রতি ইউক্রেন গিয়েছিলেন।

জেলেনস্কি বলেন, আমেরিকাকে ইউক্রেনের পক্ষে থাকতে হবে এবং সেই মতোই সাম্প্রতিক চুক্তি সই হয়েছে।

ঝালকাঠিতে বিএনপি অফিস ভাঙচুর, আহত ১
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, ক্র্যাবের ১০ সাংবাদিক আহত
  • ২৭ জানুয়ারি ২০২৬
দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন মৎসজীবী দল নেতা
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের বরাদ্দ বাতিল, হবে বুলেট ও ট্যাংকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী
  • ২৭ জানুয়ারি ২০২৬
রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬