ওপেনএআই কিনতে চান ইলন মাস্ক, টুইটার কেনার উল্টো প্রস্তাব দিলেন চ্যাটজিপিটি প্রধান
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০২ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০২ PM

ওপেনএআই কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এর জবাবে কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতা এবং চ্যাটজিপিটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেছেন, ‘আমরা বিক্রির জন্য নই। কিন্তু আপনি চাইলে আমরা টুইটার কিনে নিতে পারি।’
দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল গত সোমবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য জানান।
সম্প্রতি ওপেনএআই কেনার জন্য দর হাঁকিয়েছেন ইলন মাস্কের নেতৃত্বাধীন একদল বিনিয়োগকারী। তারা ৯ হাজার ৭৪০ কোটি মার্কিন ডলারে এই প্রযুক্তি কোম্পানি কিনে নিতে নিয়ন্ত্রক সংস্থাকে প্রস্তাব দিয়েছেন।
মাস্কের আইনজীবী মার্ক টোবেরোফ এ খবর নিশ্চিত করে বলেছেন, তিনি গত সোমবার ওপেনএআই কিনতে নিয়ন্ত্রক সংস্থার কাছে দরপত্র জমা দিয়েছেন।
ইলন মাস্কের প্রস্তাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে অল্টম্যান বলেন, ‘না, ধন্যবাদ। তবে আপনি চাইলে ৯৭৪ কোটি ডলারে আমরা টুইটার কিনতে রাজি আছি।’
উল্লেখ্য, ২০২২ সালে ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন। কেনার পর এর এক্স নামকরণ করেন।
ওপেনএআই নিয়ে মাস্ক এবং অল্টম্যানের মধ্যে দ্বন্দ্ব বেশ পুরোনো। ২০১৫ সালে এর সহপ্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন মাস্কও। তিনি গত বছর অল্টম্যান এবং ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা করেছিলেন, অভিযোগ করেছিলেন যে এআই কোম্পানি অন্যান্য দাবির মধ্যে জনসাধারণের উপকার করার লক্ষ্য থেকে দূরে সরে গেছে।