আগা খান চতুর্থ মারা গেলেন

আগা খান চতুর্থ
আগা খান চতুর্থ  © সংগৃহীত

বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক নেতা, দানশীল ব্যক্তি এবং ধনকুবের প্রিন্স করিম আগা খান মারা গেছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) লিসবন, পর্তুগালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮ বছর। 

তার মৃত্যুর সংবাদটি  নিশ্চিত করেছে দাতব্য সংস্থা আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। 

জানা গেছে, আগা খান চতুর্থ  ছিলেন শিয়া ইসলামের ইসমাইলি সম্প্রদায়ের ৪৯তম বংশগত ইমাম এবং নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সরাসরি বংশধর। ১৯৫৭ সালে মাত্র ২০ বছর বয়সে তিনি তার দাদার স্থলাভিষিক্ত হন। তার পরিচালিত সংস্থাগুলো  বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সংস্কৃতি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।  

১৯৩৬ সালের ১৩ ডিসেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণ করেন এই আধ্যাত্মিক নেতা। তবে তিনি ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন এবং ফ্রান্সের এক প্রাসাদে বসবাস করতেন। ঘোড়া প্রতিপালনসহ বিভিন্ন ব্যবসায়িক খাতে তার বিশাল বিনিয়োগ ছিল।

আগা খান দীর্ঘ সময় ধরে জটিল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের সাথে যুক্ত ছিলেন, যা তার অনুসারীদের ওপর গভীর প্রভাব ফেলেছিল। এ পরিবর্তনগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল ঔপনিবেশিক শাসন থেকে আফ্রিকান দেশগুলোর স্বাধীনতা লাভ, উগান্ডা থেকে এশীয়দের বহিষ্কার, প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন থেকে তাজিকিস্তানের মতো মধ্য এশীয় দেশগুলোর স্বাধীনতা লাভ।

উল্লেখ্য, আগা খান চতুর্থ ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি কানাডার সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার মাধ্যমে প্রথম ধর্মীয় নেতা হিসেবে একটি ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence