গাজার পাশে দাঁড়িয়ে ইউরোপের ফুটবল ক্লাবের অনন্য উদহারণ

  © সংগৃহীত

ফুটবল কেবল খেলার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি হতে পারে সহমর্মিতা ও সংহতির শক্তিশালী মাধ্যম। ইউরোপা লিগের এক ম্যাচে এমনই নজির গড়েছে এক ক্লাব, যারা কেবল প্রতিপক্ষের সঙ্গে লড়াই করেনি, বরং মানবিকতার মঞ্চেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ম্যাচের টিকিট বিক্রির পুরো অর্থ গাজায় মানবিক সহায়তা হিসেবে দান করার মাধ্যমে তারা দেখিয়ে দিয়েছে, ফুটবলের শক্তি কতটা সুদূরপ্রসারী হতে পারে।

নরওয়েজিয়ান ক্লাব বোদো/গ্লিমট ইউরোপা লিগের ম্যাচে ইসরায়েলি ক্লাব মাকাবি তেল আবিবের মুখোমুখি হয়েছিল। উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও ম্যাচটি শুধুমাত্র খেলার মধ্যে সীমাবদ্ধ থাকেনি; বরং একতা ও মানবতার বার্তা বহন করেছে। ম্যাচ থেকে অর্জিত ৭,৩৫,০০০ নরওয়েজিয়ান ক্রোনার (প্রায় ৬৩,০০০ ইউরো) রেড ক্রসের মাধ্যমে গাজায় পাঠানোর ঘোষণা দিয়েছে বোদো/গ্লিমট।

বোডো/গ্লিমটের প্রধান নির্বাহী ফ্রোড থমাসেন বলেছেন, ‘আমরা শুধু একটি ফুটবল ক্লাব নই, বরং সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। গাজায় যা ঘটছে, তা আমাদের অমানবিকভাবে নাড়া দিয়েছে। তাই আমরা ম্যাচের টিকিট বিক্রির সম্পূর্ণ অর্থ মানবিক সহায়তায় ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছি।’

ক্লাব বোর্ডের চেয়ারম্যান ইনগে হেনিং অ্যান্ডারসন আরও বলেন, ‘এই দান কেবল আর্থিক সহায়তা নয়, এটি একটি বার্তা—আমরা দেখাতে চাই যে ফুটবল শুধু মাঠের খেলা নয়, বরং বিশ্বব্যাপী ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হতে পারে।’

বোডো/গ্লিমটের সমর্থকরাও মানবতার পক্ষে অবস্থান নিয়েছে। ম্যাচ চলাকালীন তারা শান্তিপূর্ণভাবে সংহতি প্রকাশ করেন এবং বিশাল টিফো ডিসপ্লের মাধ্যমে যুদ্ধবিরোধী বার্তা ছড়িয়ে দেন।

বোডো/গ্লিমট এখানেই থামছে না। তারা ইতোমধ্যে ‘অ্যাকশন নাউ’ নামে একটি প্রকল্প চালু করেছে, যেখানে সমর্থকদেরও মানবিক কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ থাকছে। ক্লাবটি দেখিয়ে দিয়েছে, ফুটবল শুধু প্রতিযোগিতা নয়, বরং এটি হতে পারে বৃহত্তর সমাজের জন্য ইতিবাচক পরিবর্তনের শক্তিশালী মাধ্যম।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence