গাজায় অসুস্থ ও আহতরা জাপানে চিকিৎসা সেবা পাবে: প্রধানমন্ত্রী

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:১০ PM
প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা

প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা © সংগৃহীত

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, গাজার যুদ্ধাহতদের চিকিৎসার জন্য জাপানে আনার পরিকল্পনা করা হচ্ছে। ইশিবা গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) সংসদীয় অধিবেশনে এ কথা বলেন। 

তিনি বলেন, ‘গাজায় যুদ্ধাহতদের সহায়তা দিতে জাপান সরকার পরিকল্পনা করছে। সরকার এ বিষয়ে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের জন্য কাজ করছে।’  

ইশিবা আরও বলেন, শুধু চিকিৎসাই নয়, গাজার মানুষদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টির কথাও ভাবছি আমরা।

পার্লামেন্টের অধিবেশনে প্রধানমন্ত্রী ইশিবার কাছে এক সংসদ সদস্য জানতে চান, ২০১৭ সালে সিরিয়ার শরণার্থীদের শিক্ষার্থী হিসেবে গ্রহণের যে প্রকল্প নেওয়া হয়েছিল, সেটিকে দৃষ্টান্ত হিসাবে গ্রহণ করে গাজার বাসিন্দাদের জন্য অনুরূপ ব্যবস্থা করা যায় কিনা?

এর উত্তরে প্রধানমন্ত্রী ইশিবা বলেন, ‘আমরা গাজার জন্য একই ধরনের একটি প্রকল্প শুরু করার কথা ভাবছি এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার প্রয়োজনীয় প্রচেষ্টা চালাবে।’

উল্লেখ্য, ওই প্রকল্পের আওতায় জাপান জাতিসংঘের শরণার্থী সংস্থা স্বীকৃত ৮২ সিরিয়ার শরণার্থীকে শিক্ষার্থী হিসেবে গ্রহণ করেছিল। মূলত সিরিয়ার ভবিষ্যৎ নেতাদের জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরি করা এবং যুদ্ধবিধ্বস্ত দেশের জন্য দীর্ঘমেয়াদি সহায়তা প্রদানই ছিল ওই প্রকল্পের লক্ষ্য। 

জাপানে শরণার্থী গ্রহণের নীতিকে অনেকেই রক্ষণশীল মনে করেন ফলে এটি দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে রয়েছে। ২০২৩ সালে জাপান ১৩ হাজার ৮২৩ জন শরণার্থীর আবেদন পেয়েছিল। তবে এর মধ্যে মাত্র ১ হাজার ৩১০ জনকে আশ্রয় দেওয়া হয়, যা ছিল মোট আবেদনকারীর ১০ শতাংশেরও কম। শরণার্থী গ্রহণের কঠোর নীতির জন্য জাপান আন্তর্জাতিক মহলে বহুবার সমালোচিত হয়েছে। তবে সিরিয়ার শরণার্থীদের শিক্ষার্থী হিসেবে গ্রহণের উদ্যোগ দেশটির শরণার্থী নীতিতে এক নতুন মাত্রা যোগ করেছিল।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫০ জন ফিলিস্তিনি রোগী যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে শনিবার পুনরায় খোলা রাফাহ ক্রসিং দিয়ে মিশরে গিয়েছিল, যা  কার্যকর হয়েছিল ১৯ জানুয়ারি। যাদের মধ্যে ৩০ জন ক্যান্সারে আক্রান্ত শিশু এবং তাদের সঙ্গীরা ছিলেন।

গাজা হাসপাতালের পরিচালক বলেছেন, ৬ হাজার রোগী ফিলিস্তিনি ভূখণ্ড থেকে স্থানান্তরিত হওয়ার জন্য প্রস্তুত এবং ১২ হাজারেরও বেশি মানুষের চিকিৎসার প্রয়োজন।

ঢাবি থেকে ১৯ গবেষকের পিএইচডি ও ২৩ জনের এমফিল ডিগ্রি অর্জন
  • ২৭ জানুয়ারি ২০২৬
কাকে ভোট দেবেন, আহমাদুল্লাহর পর বললেন মিজানুর রহমান আজহারী
  • ২৭ জানুয়ারি ২০২৬
একটা ছেলের কারণে সাতক্ষীরাবাসী গর্বিত: জামায়াত আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
প্রশাসনের শোকজের পর উল্টো জবাব চাইলেন ডাকসু নেতা সর্ব মিত্র
  • ২৭ জানুয়ারি ২০২৬
পাটোয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কী, প্রশ্ন হাসনাতের
  • ২৭ জানুয়ারি ২০২৬
এসিআই কেমিক্যাল নিয়োগ দেবে নারী কর্মী, কর্মস্থল ঢাকা
  • ২৭ জানুয়ারি ২০২৬