এবার মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ চীনের
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৭ PM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৫ PM

চীনের পণ্যে ১০ শতাংশ হারে শুল্ক বসিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন আমদানিকৃত চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্প আরোপের কয়েক মিনিটের মধ্যেই আমদানিকৃত মার্কিন পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্প আরোপ করেছে বেইজিং। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে এই শুল্ক কার্যকরও করা হয়েছে।
চীন, কানাডা এবং মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের আগে থেকেই শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের পর তিনি ঘোষণা করেন, কানাডা এবং মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ এবং চীনা পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।
আরও পড়ুন: মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প
পরে সোমবার শেষ মুহূর্তে কানাডা ও মেক্সিকোর পণ্যের পণ্যের ওপর শুল্ক আরোপ এক মাসের জন্য স্থহিত করেন ট্রাম্প, কিন্তু চীনা পণ্যের ক্ষেত্রে তা জারি রাখেন। ফলে আন্তর্জাতিক সময় মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিট থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সব চীনা পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর হয়ে যায়।
এক বিবৃতিতে চীনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিং ইতোমধ্যে ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলের মালিক অ্যালফাবেটের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার তদন্ত শুরু করেছে এবং কেলভিন ক্লেইন, বায়োটেকনোলজি কোম্পানি ইলুমিনাসহ বেশ কয়েকটি মার্কিন ব্র্যান্ডকে ‘সন্দেহভাজন ও অনির্ভরযোগ্য’ তালিকাভুক্ত করছে।
পৃথক এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে টাংস্টেন, টেলুরিয়াম, মলিবডেনাম, রুথেনিয়াম যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এই মূল্যবান ধাতুগুলো যুক্তরাষ্ট্রে রপ্তানি করে চীন। [সূত্র : রয়টার্স]