মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প  © সংগৃহীত

মেক্সিকো, কানাডার ওপর ২৫ শতাংশ ও চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করে রবিবার নির্বাহী আদেশ জারি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছেন ট্রাম্প।

এই শুল্ক নিয়ে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম। এই আলাপের পর শুল্ক আরোপ স্থগিতের বিষয়ে তাঁদের মধ্যে সমঝোতা হয়।

ট্রাম্প বলেছেন, শেনবাউমের সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তিনি অবিলম্বে মেক্সিকোতে শুল্ক আরোপ স্থগিত করেছেন। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ১০ হাজার সেনা পাঠাতে রাজি হয়েছেন শেনবাউম।

এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম সোমবার (৩ ফেব্রুয়ারি) এক্সে জানিয়েছেন, ট্রাম্প এক সপ্তাহের জন্য তাদের পণ্যের ওপর শুল্ক আরোপ স্থগিত করেছেন। পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ক্লাউডিয়া।

তিনি বলেছেন, ট্রাম্পের সঙ্গে তার ‘ভালো আলোচনা’ হয়েছে। এরপরই তিন শুল্ক আরোপ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।

তবে এক্ষেত্রে ট্রাম্প শর্ত দিয়েছেন, মেক্সিকোকে সীমান্তে তৎপরতা বৃদ্ধি করতে হবে যেন অবৈধ মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে। সেই শর্ত অনুযায়ী সীমান্তে ন্যাশনাল গার্ডের ১০ হাজার সেনাকে তাৎক্ষণিকভাবে মোতায়েন করবে মেক্সিকো। এই সেনারা বিশেষ করে নজর দেবেন ফেনটানেল নামের একটি মাদকের ওপর। যেটি নিয়েই ট্রাম্প সবচেয়ে বেশি চিন্তিত।

অন্যদিকে ট্রাম্প মেক্সিকোর প্রেসিডেন্টকে প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের এখান থেকে মেক্সিকোতে যেন অবৈধ অস্ত্র প্রবেশ না করে সেদিকে নজর রাখবেন তিনি।

আমদানিকৃত পণ্যে শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চরমে পৌঁছায় উত্তেজনা। তবে পৃথক দুটি ফোনালাপের পর ট্রাম্প খুবই সন্তুষ্ট বলে জানিয়েছেন। তিনি শুল্ক আরোপ প্রক্রিয়া এক মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন।


সর্বশেষ সংবাদ