ওয়াশিংটনে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে ৪১ মরদেহ উদ্ধার

০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৬ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৭ AM

© সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে সামরিক হেলিকপ্টারের সঙ্গে বিমানের সংঘর্ষের ঘটনা ঘটে। এ পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) ওয়াশিংটন ডিসির অগ্নিনির্বাপণ ও ইএমএস প্রধান জন ডোনেলি এ তথ্য জানান। খবর আনাদোলু এজেন্সির।

তিনি জানান, গত বুধবার মাঝ আকাশে ভয়াবহ সংঘর্ষের পর পোটোম্যাক নদী থেকে ৪১টি মৃতদেহ উদ্ধার করেছে অনুসন্ধানকারী দল। এ ছাড়া ভুক্তভোগীদের মধ্যে ২৮ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ১৮টি পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে তার দল।

বুধবার রাতে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয় এবং দুটি যানই পোটোম্যাক নদীতে পড়ে যায়। এ ঘটনায় ধারণা করা হচ্ছে ক্রু, যাত্রী ও সেনাসহ ৬৭ জন নিহত হন।

ডোনেলি আরও বলেন, আমরা আশাবাদী যে সব মৃতদেহ উদ্ধার করা সম্ভব হবে। দলগুলো এখনো কাজ করছে। আবহাওয়ার কারণে অনুসন্ধানে সামান্য দেরি হতে পারে। তবে আমরা এখানে সব ইউনিট, সব লোক, সব ধরনের সরঞ্জাম নিয়ে কাজ করছি।

প্রসঙ্গত, রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়।

মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, মাঝ আকাশে একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে বিমানটির সংঘর্ষ হয়। মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় তাদের একটি হেলিকপ্টার জড়িত ছিল।

আমেরিকান এয়ারলাইন্স নিশ্চিত করেছে, বিমানটিতে ৬০ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। অপরদিকে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রশিক্ষণ ফ্লাইটে থাকা হেলিকপ্টারটিতে তিনজন সৈন্য ছিল।

চ্যাটজিপিটির মাধ্যমে পরীক্ষা, রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার
  • ১৯ জানুয়ারি ২০২৬
মাঠে থাকছে ডগ স্কোয়াড, উড়বে ড্রোন, নির্বাচনি নিরাপত্তায় যে …
  • ১৯ জানুয়ারি ২০২৬
সারাদেশে ৪ দিনের কর্মসূচি ঘোষণা ছাত্রশিবিরের
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড় নিয়োগ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানিতে, পদ ১৩৩, আ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
মিজানুর রহমান আজহারীর ভয়েস ক্লোন করে প্রতারণা, বিব্রতকর বিজ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
ঢাবি চিকিৎসা অনুষদের নতুন ডিন অধ্যাপক ডা. নাদিম আহমেদ
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9