হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে থাকতে পারবেন টিকটকার-ব্লগাররা

হোয়াইট হাউস
হোয়াইট হাউস  © সংগৃহীত

হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে থাকতে পারবেন টিকটকার, ব্লগার ও পডকাস্টাররা। নতুন নিয়ম চালু করছে ট্রাম্প প্রশাসন।এ লক্ষ্যে হোয়াইট হাউসে প্রেস পাসের জন্য আবেদনের আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিব কারোলিন লেভিট। এই পদক্ষেপের মাধ্যমে তিনি মূলধারার গণমাধ্যমের বাইরেও পৌঁছানোর চেষ্টা করছেন। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) হোয়াইট হাউসের পডিয়ামে প্রথমবারের মতো এসে লেভিট বলেন, এখানে ‘নতুন মিডিয়া কণ্ঠস্বর’র জন্য একটি অতিরিক্ত আসন সংরক্ষিত। আপনি যদি একজন টিকটক কনটেন্ট নির্মাতা, ব্লগার বা পডকাস্টার হন এবং বৈধ সংবাদ কনটেন্ট তৈরি করেন, তাহলে আপনাকে প্রেস সনদ পাওয়ার জন্য আবেদন করতে অনুমতি দেওয়া হবে।

ট্রাম্প একাধিকবার ঐতিহ্যবাহী গণমাধ্যমকে ‘জনগণের শত্রু’ বলে সমালোচনা করেন এবং তিনি তার হোয়াইট হাউসে ফিরে আসার জন্য বেশ কিছু পডকাস্টে উপস্থিতিকে কৃতিত্ব দেন।

লেভিট বলেন, ঐতিহাসিকভাবে সবচেয়ে কনিষ্ঠ প্রেস সচিব হিসেবে আমি নতুন মিডিয়া কণ্ঠস্বরের জন্য এই রুম খুলে দিতে পেরে গর্বিত।

হোয়াইট হাউসের এই রুমে মোট ৪৯টি আসন রয়েছে, যা বিভিন্ন সংবাদ সংস্থার জন্য বরাদ্দ করা হয়। আসন পাওয়ার জন্য সংবাদ সংস্থাগুলোকে হোয়াইট হাউসে করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য হতে হয়। যদি জায়গা থাকে, তাহলে আসনবিহীন সাংবাদিকরা পাশে দাঁড়িয়ে রিপোর্ট করতে পারেন— যেমনটি লেভিটের প্রথম ব্রিফিংয়েও হয়েছে।

নতুন প্রেস সচিব ট্রাম্প সম্পর্কে সাংবাদিকদের বলেন, তিনি ‘মিথ্যা’ রিপোর্টের জন্য তাদের দায়বদ্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

লেভিট বলেন, আমরা জানি এ দেশের অনেক ঐতিহ্যবাহী মিডিয়া প্রতিষ্ঠান সম্পর্কে এই প্রেসিডেন্ট এবং তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হয়েছে। আমরা তা মেনে নেব না।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভিষেকের আটদিন পর এটি লেভিটের প্রথম ব্রিফিং ছিল। এর আগে তিনি কেবল ফক্স নিউজের মতো কিছু রক্ষণশীল গণমাধ্যমের সঙ্গেই কথা বলেন।

ট্রাম্পও তার নির্বাচনী প্রচারণার সময় কিছু গুরুত্বপূর্ণ মার্কিন টিভি নেটওয়ার্কের সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে বেশিরভাগ ডানপন্থি পডকাস্টগুলোর সঙ্গে কথা বলেছিলেন। এগুলোর মধ্যে জনপ্রিয় ‘জো রোগান এক্সপেরিয়েন্স’ ছিল অন্যতম। 

সূত্র: হোয়াইট হাউস


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence